সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রিকশায় এয়ার কুলার বসিয়ে বরযাত্রীর মিছিল! সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল এই অভিনব দৃশ্য

রিকশায় এয়ার কুলার বসিয়ে বরযাত্রীর মিছিল! সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল এই অভিনব দৃশ্য

বৈশাখ মাস পড়তেই শুরু বিয়ের মরশুম। তবে প্রচণ্ড গরমে বিয়ে বাড়ি সামাল দিতে প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে সকলের। প্যাচপ্যাচে গরমে কি আর মন ভরে বিয়ের মজা উপভোগ করা যায়! কিন্তু নাচ, গান, হই-হুল্লোড় কোনো কিছুই বাদ দেওয়া চলে না। সেই সাথে আছে কব্জি ডুবিয়ে খাওয়া।

কিন্তু এই গরমে কিভাবে নাচা যায় বলুনতো! একটু কোমড় দোলাতে না দোলাতেই সাজগোজের বারোটা পাঁচ বেজে যাচ্ছে। দরদরিয়ে ঘাম হচ্ছে। এর থেকে মুক্তির কি উপায়! কেউ কেউ অভিনব পন্থা খুঁজে নিয়েছেন। যাতে মন খুলে নাচাও যায়, আবার গরমও না হয়। টেকনিক প্রয়োগ করে বরযাত্রীর অতিথিদের যাতে গরম না লাগে তার জন্য বরযাত্রীর শোভাযাত্রার পাশাপাশি রিকশায় কুলার বসিয়ে চলছে নাচ গান হুল্লোড়। আর এহেন অভিনব দৃশ্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।

এই অভিনব টেকনিক প্রয়োগের কথা প্রথম মাথায় আসে মধ্যপ্রদেশের আজব এক পরিবারের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মধ্যপ্রদেশের টিকামগড় জেলার একটি বরযাত্রীর মিছিলের ভিডিওতে দেখা যাচ্ছে বিয়েতে বরযাত্রীদের সুবিধার্থে রিকশায় বসানো হয়েছে কুলার। যাতে তারা এই প্রচণ্ড গরমে না ঘেমে আরামে নাচ গান হই-হুল্লোড় করতে পারে।

 কিন্তু গরমের ঠেলায় একটু নাচলেই দরদরিয়ে ঘামতে হচ্ছে। যার ফলে মাটি হচ্ছে মেক-আপ থেকে সাজগোজ সব। এমতাবস্থায় কেউ কেউ নিলেন এক অভিনব পন্থা। নতুন উদ্ভাবনী চিন্তা ব্যবহার করে রথ দেখা ও কলা বেচার প্ল্যান করছেন এমন অনেকেই।

 প্রথম এই নজির গড়েছে মধ্যপ্রদেশের আজব এক পরিবার। সেই গল্পই এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে ছড়িয়ে পড়েছে গোটা দেশ।

বরযাত্রীর শোভাযাত্রায় এই ধরণের দৃশ্য সম্ভবত আগে কখনো দেখেনি কেউই। সবাই তাই হা করে দেখতে থাকে অভিনব এই বিয়ের মিছিল। ইতিমধ্যে এই অভিনব শোভাযাত্রা মন জয় করেছে নেটিজেনদের।