সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Whatsapp-এ টা’কা লেনদেন করেও পেতে পারেন ক্যা’শ’ব্যা’ক! জানুন প’দ্ধ’তি

গ্রাহকের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ এবার অনলাইন পেমেন্টের অপশন এনেছে। এবার একটি প্ল্যাটফর্ম থেকেই অনলাইনে মেসেজের আদান প্রদানের পাশাপাশি টাকার আদান-প্রদান করতে পারবেন। তবে এবার WhatsApp-এ আর্থিক লেনদেন করলেও পাবেন ক্যাশব্যাক। সম্প্রতি হোয়াটসঅ্যাপ এর তরফ থেকে তাদের গ্রাহকদের জন্য এমনই একটি নতুন অফার চালু করা হয়েছে।

বর্তমানে অনলাইনে লেনদেনের প্রতি সাধারণ মানুষের নির্ভরতা বাড়ছে।গ্রাহকের চাহিদা বিচার করে তাই অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। গ্রাহক ও প্রেরক উভয়েরই যদি WhatsApp-এ ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা থাকে তাহলে মুহূর্তের মধ্যেই এক একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা পাঠানো যাবে। বিল পাঠানো হোক বা অন্য কোনো লেনদেন, সবক্ষেত্রেই এবার কুপন পাবেন গ্রাহক।

বর্তমানে বিল পেমেন্ট কিংবা আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন সংস্থা তাদের গ্রাহকদের ছাড় দিয়ে থাকে। এতদিন হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে তেমন সুযোগ ছিলো না। কিন্তু গ্রাহককে আকৃষ্ট করতে এবার বিশেষ ক্যাশব্যাক অফার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। যেহেতু হোয়াটসঅ্যাপে এতদিন ক্যাশব্যাক এর অফার ছিল না তাই অন্যান্য লেনদেন মাধ্যমের উপরে গ্রাহকের আকর্ষণ বেশি ছিল।

হোয়াটস অ্যাপের এই নতুন ফিচার চালু হলে গ্রাহকের সংখ্যা আরো বাড়বে বলে অনুমান হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের। কাজেই খুব শীঘ্রই সাধারণের জন্য নতুন ফিচারস চালু করলো হোয়াটসঅ্যাপ।