সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের সবচেয়ে ধনী মহিলা হলেন রোশনি নাদার, এমন কেউ নেই যে তার কোম্পানি থেকে প্রোডাক্ট কেনেননি!

রোশনি নাদার মালহোত্রা এইচসিএল টেকনোলজিসের চেয়ারপারসন যিনি ভারতের ধনী মহিলা হিসেবে নিজের জায়গা ঠিক রেখেছে। তার সম্পত্তির পরিমাণ ৮৪,৩৩০ কোটি টাকা, তার সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২০২১ সালে ৫৪% র মতো।

কোটাক প্রাইভেট ব্যাঙ্কিং-হুরুন তালিকা অনুসারে এই নাম সামনে এসেছে এদিকে নাইকার কর্ণধার ফাল্গুনি নায়ার তিনি এখন দ্বিতীয় নম্বরে তাকে ছাপিয়ে গেছে রোশনি নাদার। তবে ফাল্গুনি নায়ারের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ ৫৭,৫২০ কোটি টাকা।

তিনি এই স্হানে এসেছেন কেবলমাত্র নিজের ক্ষমতায়, তাই তিনি স্বনির্মিত সবচেয়ে ধনী মহিলা। ফাল্গুনি নায়ারের বয়স এখন ৫৯ বছর, তার সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবছর অনেকটাই, মে কারণে তিনি ভারতের ধনীতম মহিলার তালিকায় দ্বিতীয় স্থানে। তাকে কেউ পেছনে ফেলতে পারেনি।

আরো পড়ুন: এই ছোট্ট মেয়েটিই এখন রাজ করছে ভারতীয় সিনেমায়, দেখুন তো চি’ন’তে পারলেন কি না

৪০ বছর বয়সি রোশনি মালহোত্রা একমাত্র তাঁকে পিছনে ফেলেছেন। ইতিমধ্যেই কোটাক প্রাইভেট ব্যাঙ্কিং-হুরুন তালিকায় মোট ১০০ ভারতীয় ধনী মহিলার নাম ঘোষণা করা হয়েছে, তার মধ্যেই প্রথম স্হানে রোশনি নাদার মালহোত্রা, দ্বিতীয় স্হানে ফাল্গুনী নায়ার।

মোট ১০০ জন মহিলার মোট সম্পত্তির পরিমাণ দাড়িয়েছে ৪.১৬ লক্ষ কোটি টাকা। গতবছরের থেকে এবছর ১০০ জন মহিলার মোট সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৫৩% যেটা ভারতের জিডিপিতে ২% অবদান রাখে।