সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পেয়েছেন একাধিক মেডেল, স’ন্ত্রা’স দ’ম’নে সিদ্ধহস্ত, জানুন দেশের প্রথম CDS বিপিন রাওয়াতের কা’হি’নী

গতকাল আচমকা ভয়ঙ্কর একটি দুর্ঘটনার খবরে শিউরে উঠেছে গোটা দেশ। ভারতীয় বায়ুসেনার mi-17 v5 হেলিকপ্টারের দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকা রাওয়াতেরর মৃত্যু হয়েছে। কোনও এক বিশেষ অনুষ্ঠানে যোগদান করার জন্য তারা যাচ্ছিলেন। হেলিকপ্টারে উপস্থিত 14 জনের মধ্যে থেকে 13 জনেরই মৃত্যু হয়েছে।

উত্তরাখণ্ডের এক সেনা পরিবারে 1958 সালে জন্মগ্রহণ করেন জেনারেল বিপিন রাওয়াত। এরপর 1978 সালে ভারতীয় সেনার 11 গোর্খা রাইফেলসের পঞ্চম ব্যাটেলিয়ানের তিনি যোগ দেন। এই ব্যাটেলিয়ানে কর্ণেল হিসেবে তিনি নেতৃত্ব দিয়েছেন। জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে মেজর হিসেবে তিনি নিযুক্ত ছিলেন।

1978 থেকে 2019 সাল পর্যন্ত প্রায় 40 বছর ধরে তিনি ভারতীয় সেনার বহু পদক অর্জন করেছেন। পরম বিশিষ্ট সেবা মেডেল, উত্তম যুদ্ধ সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল, যুদ্ধ সেবা মেডেল, সেনা মেডেল, বিশিষ্ট সেবা মেডেল, বিদেশ সেবা মেডেলে সম্মানিত হন।

1978 সালে ভারতীয় সেনার সেকেন্ড লেফটেন্যান্ট নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর 1980 সালে লেফটেন্যান্ট হয়েছিলেন। তারপর 1984 সালে তিনি ক্যাপ্টেন নিযুক্ত হন। 1989 সালে মেজর পদ লাভ করেছিলেন। 1998 সালে লেফটেন্যান্ট কর্নেল পদ পেয়েছেন। 2003 সালে তিনি কর্নেল হয়েছিলেন। 2009 সালে ব্রিগেডিয়ার পদ পেয়েছেন। 2011 সালের মেজর জেনারেল হিসেবে নিযুক্ত হওয়ার পর 2014 সালে লেফটেন্যান্ট জেনারেলে উত্তীর্ণ হন। 2017 সালে তিনি ভারতীয় সেনাপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 2019 সালের চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছিলেন বিপিন রাওয়াত।