সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৭৫ হাজার জন চাকরির অ’ফা’র লে’টা’র পেলো প্রধানমন্ত্রীর কা’ছ থে’কে

ধনতেরাসে ধামাকা অফার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন চাকরির অফার লেটার তুলে দিলেন প্রায় ৭৫ হাজার জন চাকরিপ্রার্থীর হাতে। যা এক বিরাট ঘোষনা বলে মনে করছেন সকলেই। ইতিমধ্যে এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করেছে। আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর জন্য নতুন উদ্যোগ নিলেন তা হল ” রোজগার মেলা।”

যেখানে ৭৫ হাজার যুবককে চাকরির অফার লেটার দেয়া হলো। দীপাবলীর প্রাক মুহূর্তে এহেন সারপ্রাইজে অবাক সকলেই। আগামী ২০২৩ সালে ১০ লক্ষ চাকরির নিয়োগ প্রক্রিয়া যে করতে চলেছেন বিজেপি সরকার তার আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল আজই। মূলত প্রধানমন্ত্রী কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করলেন। তিনি সেই কর্মসংস্থান মেলায় নিজের বক্তব্যও রেখেছেন।

আসুন জানা যাক তিনি দেশ সেবার কি কি অঙ্গীকার করলেন :

এত বিপুল সংখ্যক কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রী তুলে ধরলেন আমাদের গ্রাম্য শিল্প ও খাদি শিল্পকে। এই সমস্ত শিল্পে উন্নতি ঘটেছে বলেই দেশে কর্মসংস্থান বেড়েছে বলে দাবী প্রধানমন্ত্রীর।

আরো পড়ুন: গ্রহণ যোগ: এই ৩ রাশির জী’ব’নে পড়বে খারাপ প্র’ভা’ব, হতে পারে লো’ক’সা’ন!

একসময় ভারত ছিল বড় আমদানিকারক দেশ বর্তমানে ভারত রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। এটাই প্রধানমন্ত্রীর আচ্ছে দিনের অঙ্গীকার।

নরেন্দ্র মোদির মেক ইন ইন্ডিয়া ও স্বনির্ভর ভারতের যে মিশন আমরা দেখেছি তার জেরে এই এত কর্মসংস্থান। যে ভারতবর্ষে কয়েকশ স্টার্ট আপ ছিল তা এখন ৮০ হাজার ছাড়িয়েছে।

ভারতে আগামী দিনের আরো কর্মসংস্থান হতে চলেছে কারণ ভারতে বিভিন্ন রকম কারখানা বেড়েই চলেছে দার্জিরে শ্রমিকের সংখ্যা ও বৃদ্ধি পাচ্ছে। যা নিঃসন্দেহে উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে। যার জেরে ভারত অনেক খাতেই দ্রুত রপ্তানি বাড়াচ্ছে। যা উন্নতি প্রথম ধাপ বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।