সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সভেরিন গোল্ড বন্ড নি’য়ে এ’লো RBI, বিনিয়োগে কতটা লা’ভ? জানুন বি’শ’দে

সভেরিন গোল্ড বন্ড এর সিরিজ নম্বর ৩ ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর তার জন্য ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা গেছে ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বন্ডের সাবস্ক্রিপশন চলেছে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এখন কথা হল এটি কতটা সুরক্ষিত?

তবে বিনিয়োগকারীরা যতটা সোনায় বিনিয়োগ করেছে সেটা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। যদি মেয়াদ শেষ হওয়ার আগে অকাল প্রত্যাহার করে থাকে তারা তাহলে বাজারের দাম অনুযায়ী রিটার্ন পাওয়া যায়। লক্ষ্য করে দেখা গেছে যারা ৩ বছর আগে সভেরিন বন্ড যারা কিনেছিলেন তারা ৪৫% লাভ করেছে, আর যারা ৫ বছর আগে এই বন্ডঃ কিনেছিলেন তারা লাভ করেছিল ৮৯%।

রিটার্নের প্রসঙ্গে যদি আসা যায় তাহলে দেখা যাবে ২০১৭ সালে প্রতি গ্রামে ১৮৯০ টাকা ইস্যু করা হয়েছিল গোল্ড বন্ড।পরে আবার সেটা সিরিজ XII, ১৭ ডিসেম্বর প্রতি গ্রাম ৫,৪০৯ টাকায় রিডিম করা হবে। সেই হিসেবে লাভ দেখা গেলে দাড়াচ্ছে ৮৯.১৬%। ২০২১ সালের নভেম্বরে প্রতি গ্রাম গোল্ড বন্ড অফার করা হয়েছিল ৪৭৯১ টাকা।

আরো খবর: আজকাল সবই কনটেন্ট! বাবার শ্রা’দ্ধে মেয়ে করলেন Food Vlogging, হ’ত’বা’ক নেটপাড়া

সেটা এখন পৌছে গেছে ৫৪০৯ টাকায়। অর্থাৎ ১২.৮৯% লাভ। এদিকে আবার আর বি আই এর তরফ থেকে ২.৫০% সুদের হার সহ এক বছরের বিনিয়োগকারীদের জন্য রিটার্ণ ১৫.৩৯ %। ২০১৯ সালের যে বন্ড প্রতি গ্রাম ৩৭৯৫ টাকায় কিনেছিলেন সেটাই এখন বর্তমান বাজার মূল্য হিসেবে ৪২.৫২ % লাভ পাচ্ছেন।