সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অ’ভা’ব নিত্যসঙ্গী, তবুও ভাইয়ের সংসারে ফিরেও তা’কা’ন না অমিতাভ বচ্চন

সেই রাজারামাল থেকে পারিবারিক অশান্তির কথা শুনে আসছি আমরা। যখন আমি দামি ব্যক্তিত্ব হোক না কেন সম্পত্তি নিয়ে পারিবারিক কলহ চিরকাল সমস্ত সমাজে একইভাবে বর্তমান।

আজ এমন একটি পরিবারের কথা আপনাদের বলব যে পরিবারের কথা আমরা সকলেই জানি কিন্তু এই পরিবারের অন্তর্কলয়ের কথা আমরা হয়তো অনেকেই জানিনা।

বাবা হরিবংশ রাই বচ্চনের তরফ থেকে প্রতিভা এবং সম্পত্তি দুটোই পেয়েছিলেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের সময় থেকে যে বচন পরিবারের সম্পত্তি ফুলেঁপে উঠেছিল তা অস্বীকার করার কোন উপায় নেই।

কিন্তু স উপার্জিত সম্পত্তির পাশাপাশি পৈতৃক সম্পত্তির যে ভাগ রয়েছে তা কখনো ছাড়েনি অমিতাভ বচ্চন এমনকি ভাইয়ের কথা ভেবেও না। অমিতাভ বচ্চনের ভাই আজিতাভ বচ্চন এখন থাকেন বিদেশে।

তবে অনুপ নামে এক পিসতুত ভাই থাকেন উত্তর প্রদেশে। হরিবংশ রাই বচনের আদি বাড়ি উত্তর প্রদেশের কাঠগড়ে। মুম্বাইতে আসার আগে অমিতাভ বচ্চন এই বাড়িতে মা-বাবা পিসি এবং বোনপদের সঙ্গে থাকতেন।

আরো পড়ুন: চীনকে ক’ড়া হাতে দমন করতে সেনা নি’য়ো’গে এই বিশেষ দক্ষতাকে প্রাধান্য দেওয়া হ’চ্ছে

হরিবংশ রাই বচ্চন নিজের জীবনকালে বোনের ছেলেদের সমস্ত দায়-দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। কিন্তু সমস্যা সূত্রপাত তখন হয় যখন হরিবংশ রাই বচ্চনের মৃত্যু হয়।

বাবার মৃত্যুর পর পিসতু ভাইয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে দেন অমিতাভ বচ্চন। সম্পত্তি নিয়ে শুরু হয়ে যায় দুই ভাইয়ের মধ্যে বিবাদ। আদি বাড়ির একাংশ কে প্রখ্যাত কবির মিউজিয়াম হিসেবে গড়ে তোলার জন্য প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাব পাবিতা বহুবচন ফিরিয়ে দেন যা নিয়ে বিবাদ আরো চরমে উঠে যায়।

বর্তমানে উত্তর প্রদেশের এই আদি বাড়ির এক অংশ কোন রকমে অনুপ এবং তার পরিবার দিন কাটাচ্ছেন। অনুপ পেশায় একজন ইলেকট্রিশিয়ান। অমিতাভ বচ্চনের পরিবারের সঙ্গে কোন যোগাযোগ নেই তার এমন কি কোন পারিবারিক অনুষ্ঠানে নেমন্তন্ন করা হয় না তাদের। একদিকে রয়েছেন অমিতাভ বচ্চন এবং অন্যদিকে অনুপ বাবু, যিনি স্ত্রী এবং সন্তানদের সঙ্গে উত্তরপ্রদেশের একটি ভাঙ্গা বাড়িতে কোন রকমে দিন কাটাচ্ছেন।