সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিজে আ’স’তে পারেননি রতন টাটা, বাড়িতে গি’য়ে সম্মানিত করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

আসাম রাজ্যের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেলেন রতন টাটা। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে থেকে পুরস্কার নেওয়ার জন্য উপস্থিত থাকতে পারেননি। তাই মুখ্যমন্ত্রী নিজেই রতন টাটার বাড়িতে উপস্থিত হয়ে তার হাতে তুলে দিলেন আসাম রাজ্যের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার আসাম বৈভব। 24 শে জানুয়ারি আয়োজিত একটি অনুষ্ঠানে গুয়াহাটিতে রাজ্য সরকার এই সম্মানে ভূষিত করে।

তবে রতন টাটা এই অনুষ্ঠানে যোগদান করতে পারেননি। তাই তিনি নিজের হাতে পুরস্কার নিতেও পারেননি। তাই মুখ্যমন্ত্রী রতন টাটার বাড়িতে গিয়ে তার হাতে পুরস্কার তুলে দিয়ে এসেছেন।

অসম সরকার রাজ্যের সর্বোচ্চ সম্মান তুলে দেওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্র থেকে 19 জনকে নির্বাচিত করেছিল। করোনাকালীন সময়ে যারা ফ্রন্টলাইনে থেকে লড়াই করেছিলেন, উদ্যোক্তা এবং সংরক্ষণবাদী সকলেই এই পুরস্কার পেয়েছেন।

রাজ্যের নবগঠিত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেলেন রতন টাটা। এছাড়া আরো পাঁচজন পেলেন আসাম সৌরভ এবং 12 জন পেলেন আসাম গৌরব পুরস্কার। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সম্মান আসাম বৈভব প্রতিবছর একজনকেই দেওয়া হবে। আসাম সৌরভ দেওয়ার নিয়ম রয়েছে তিন জনকে এবং আসাম গৌরব 15 জনকে দেওয়া হয়। তবে এবার মোট 19 জনকে সম্মান দেওয়ার জন্য বেছে নেওয়া হয়।

আরো পড়ুন: জন্তুর ম’তো মুখ করতে পারলেই জিতবেন ট্রফি! জানুন “গার্নিং চ্যাম্পিয়নশিপ” স’ম্প’র্কে অজানা তথ্য

এবছর কিছু কারণে সংখ্যার পরিবর্তন করা হয়েছে। প্রত্যেক বছর জনগণের সুপারিশের ভিত্তিতে পুরস্কার তুলে দেয়া হয় হাতে। এবার আসামের জনগন জারির সুপারিশ করবেন তাদের মধ্যে থেকে আগামী বছর পুরস্কার তুলে দেওয়া হবে। প্রত্যেক বছর ২রা ডিসেম্বর আসাম দিবস উপলক্ষে এই সম্মান দেওয়া হয়।