Home অফবিট জন্তুর ম’তো মুখ করতে পারলেই জিতবেন ট্রফি! জানুন “গার্নিং চ্যাম্পিয়নশিপ” স’ম্প’র্কে অজানা...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জন্তুর ম’তো মুখ করতে পারলেই জিতবেন ট্রফি! জানুন “গার্নিং চ্যাম্পিয়নশিপ” স’ম্প’র্কে অজানা তথ্য

প্রতিযোগিতা কত ধরনের হয়ে থাকে? তার হিসেব সত্যি রাখা অসম্ভব। নতুন নতুন খেলা নতুন নতুন প্রতিযোগিতা আবিষ্কার হয়ে চলেছে দৈনিক। মানুষ একঘেয়েমি কোনো কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে না।, তাই তাদের একঘেয়েমি কাটাতে এক নতুন পন্থা হল নতুন প্রতিযোগিতা আবিষ্কার করা। অনেক আজব আজব প্রতিযোগিতার রয়েছে, যার নাম শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু আনন্দ উপভোগ করার স্বার্থে, একঘেয়েমি থেকে নিজেদের বাঁচাতে এইসবের সৃষ্টি।

আমাদের দেশে আজগুবি সেইসব ধরনের প্রতিযোগিতা তেমনভাবে চোখে না পড়লেও। বিদেশে সেটা প্রতি বছর নিয়মিত করেই অনুষ্ঠিত হয়। প্রতি সেপ্টেম্বর মাসে সেই আজগুবি প্রতিযোগিতার আসর বসে ইংল্যান্ডে। যার নাম রাখা হয়েছে গার্নিং চ্যাম্পিয়নশিপ। আসলেই গার্নিং চাম্পিয়নশিপ মানেটা কি? সরল ভাষায় যদি বলতে হয় তাহলে বলতে হবে মুখ বিকৃতির প্রতিযোগিতা। শুনতে হয়তো আপনাদের অবাক লাগছে ঠিকই, কিন্তু এটি একটি ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। গত ৭০০ বছর থেকে চলে আসছে এই প্রতিযোগিতা, তবে এগ্রিমেন্ট ক্র্যাব ফেয়ার একটি বড় উৎসব।

সেখানেই নাকি মৌসুমী ক্র্যাব আপেল নিয়ে দারুন সব কান্ড-কারখানা হয়। সেই উৎসবে দেখা যায় রাস্তায় বের হয় শোভাযাত্রা, আর যারা দারুণভাবে উৎসাহী তারা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থেকে উপভোগ করে উৎসব। তাদের উদ্দেশ্যে চলন্ত একটি ট্রাক থেকে আপেল ছুড়ে মারেন এগ্রিমেন্ট ক্র্যাব ফেয়ার এর উদ্যোক্তারা। আর সেই আপেল কুড়িয়ে খাওয়াটাই উৎসবের প্রধান রীতি।

আরো পড়ুন: লতা মঙ্গেশকরের গান শু’নে অঝোরে কাঁ’দ’ছে কুকুর, দেখুন ভিডিও

তাছাড়া বিভিন্ন ধরনের ফুল ফল ও শাকসবজি প্রদর্শনীর প্রতিযোগিতা, কুস্তি থেকে শুরু করে তেল মাখানো লোহার পোলে ওঠার প্রতিযোগিতা সব কিছুই রয়েছে এই উৎসবে। কিন্তু এর মধ্যেও সবথেকে যেটা বেশি আকর্ষণীয়, সেই প্রতিযোগিতা হল মুখ বিকৃতির প্রতিযোগিতা।খেলার নিয়ম হল হর্স কলার পরে মুখ বিকৃত করতে হবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের। নারী-পুরুষ-শিশু সবাই অংশগ্রহণ করতে পারে এই প্রতিযোগিতায়, যা দারুণ ভাবে উৎসাহিত করে তোলে সবাইকে।