সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুজনের ইচ্ছেতেই ‘স”হ”বা”স’, সম্পর্ক ভাঙলেই ‘ধ’র্ষ’ণে’র’ অভিযোগ ক’রা যাবে না: সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট এবার ‘স”হ”বা”স’ সংক্রান্ত মামলায় কেরালা হাইকোর্টের পর একই রায় দিল । কোনও মহিলা যদি স্বেচ্ছায় কোনও পুরুষের সঙ্গে ‘স”হ”বা”স’ করেন, তবে সম্পর্ক ভেঙে গেলে মহিলা ‘ধ’র্ষ’ণে’র’ অভিযোগ দায়ের করতে পারেন না, ‘স”হ”বা”স’ সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিক্রম নাথের বেঞ্চ অভিযুক্তের জামিন পাওয়া প্রসঙ্গে এমনই জানাল।

জানা গিয়েছে, এক মহিলা রাজস্থানের এক যুবকের বিরুদ্ধে ‘ধ’র্ষ’ণে’র’ ও ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা করেন । মহিলার অভিযোগ, বছর চারেক আগে ২১ বছর বয়সে তিনি ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁদের একটি কন্যাসন্তানও হয়।

১৯ মে রাজস্থান হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন অভিযুক্ত। কিন্তু রাজস্থান হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি। ‘বার অ্যান্ড বেঞ্চ’-এর খবর অনুযায়ী দুই বিচারপতি জানিয়েছেন, অভিযোগকারী মহিলা স্বেচ্ছায় অভিযুক্তের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন।

এমনকি এখন সম্পর্ক ভেঙে যাওয়ার সময় ৩৭৬(২)(এন) ধারায় এফআইআর দায়ের করার ভিত্তি হতে পারে না। এই মর্মে অভিযুক্তের জামিনও মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত।