সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তর’বঙ্গ ম্যাডি’কেল ক’লে’জে পৌঁ’ছো’লে’ন রেল’মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ! খোঁ’জ’খ’ব’র নিলেন আ’হ’ত’দের

উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজে পৌঁছোলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ! খোঁজখবর নিলেন আহতদের

ময়নাগুড়ির দোহমনিতে ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে শুক্রবার উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছোলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। এরপর আহতদের খোঁজখবর নেন তিনি। এর পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ বলেন যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং দুই জায়গায় আহতদের সঙ্গে দেখা করেছি। আহতদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। দুর্ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। কিছুক্ষণ বাদেই কমিশনার অফ রেল সেফটি ঘটনাস্থলে পৌঁছে যাবে। এবং কমিশনার অফ রেল সেফটি ইনভেস্টিগেশন করবে তার পরেই ফাইনাল কিছু বলা উচিত হবে।

এখনও পর্যন্ত আহতরা জানিয়েছে যে রেলওয়ে হেল্থ ঠিক সময়ে সাহায্য করেছে। এর পাশাপাশি তিনি আরও যে প্রধানমন্ত্রী ঘন্টায় ঘন্টায় খবর নিচ্ছেন। সকাল থেকে আমি দুইবার আপটেড দিয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হল যাত্রীদের প্রতি যে দায়িত্ব রয়েছে সেইটা প্রথমে পালন করা। আর লাইনের মেরামতির কাজ শুরু হয়েছে। তদন্ত শুরু হয়েছে এর পরেই কিছু বলা যাবে। ট্রেনের ট্রেকে কোন সমস্যা ছিল না।