সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেপো রেট বাড়ালো RBI, কি প্র’ভা’ব পড়বে জনতার উপর?

রিজার্ভ ব্যাংকের তরফ থেকে আবার একবার রেপোরেট বৃদ্ধি করা হলো। গত বছর 2022 সালে 35 পয়েন্টে বা ০.৩৫% রেপো রেট বৃদ্ধি করেছিল। এবার সেই রেপো রেট আবার ২৫ বেসিস পয়েন্টে অর্থাৎ ০.২৫% বৃদ্ধি করল রিজার্ভ ব্যাংক। আর সেই কারণেই বর্তমান রেপোরেট দাঁড়ালো 6.5%।

রেপো রেট বৃদ্ধি করলেও রিভার্স রেপোরেটের বদল ঘটানো হয়নি, রিভার্স রেপো রেট রাখা হয়েছে ৩.৩৫ শতাংশ। এদিকে স্থায়ী আমানত সুবিধার হার ৬.২৫ শতাংশ এবং প্রান্তিক স্থায়ী সুবিধা হার এবং ব্যাঙ্ক রেট ৬.৭৫ শতাংশে সংশোধিত করা হবে।

রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন ২০২৩-২৪ সালে আর্থিক বছর ভারতের জন্য এক দারুন সুযোগ নিয়ে আসবে, আর যার কারণে জিডিপি সাত শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

আরো খবর: ডাইনোসরের থেকেও বে’শি বয়সী মাছ ধ’রা পরলো বাবা-ছেলের হাতে

এই যে পরের বৃদ্ধির ফলে ঋণদাতাদের পকেটে চাপ পড়তে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তবে একদিকে ভালো খবরও রয়েছে, বিশেষ করে রেপো রেট বৃদ্ধির ফলে ব্যাংকের স্থায়ী আমানতকারীদের সুদের হার বৃদ্ধি পাবে।

করোনা সময়ের সাথে বর্তমান সময়ের তুলনা করলে দেখা যাবে ভারতীয় অর্থনীতি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। তবে আগামী নতুন অর্থ বর্ষে সেই অর্থনীতি আরো অনেকটাই এগিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে।