সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাহুল হবেন দেশের প্রধানমন্ত্রী, ভবিষ্যৎবাণী করলেন এই সন্ন্যাসী

আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে এখন জাতীয় রাজনৈতিক স্তরে জোর প্রস্তুতি চলছে। বর্তমানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কর্ণাটক সফরে রয়েছেন। ২০২৩ সালে কর্নাটক বিধানসভা নির্বাচন হবে।

এমতাবস্থায় রাহুল গান্ধীর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সবাই অংশগ্রহণের পর তিনি চিত্র দুর্গার শ্রীমুরুগা মঠ পরিদর্শন করেন।

এই মঠ পরিদর্শন করাকালীন সন্ন্যাসী হাভেরি হোসামুত্ত স্বামী বলেন রাহুল গান্ধী আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন। এই মন্তব্যের পর অবশ্য মঠ কর্তৃপক্ষকে রীতিমতো অস্বস্তির মুখে পড়ে যেতে হয়।

আরো পড়ুন: চীনা নাগরিকদের ভারত ছাড়ার নো’টি’শ জা’রি করলো কেন্দ্রীয় সরকার

পরিস্থিতির সামলে নেন মঠের প্রধান শ্রী শিবমূর্তি মুরুঘা শরনরু। এদিন রাহুল গান্ধী স্রষ্টা শিবমূর্তির কাছ থেকে লিঙ্গ দীক্ষা নেন। লিঙ্গায়েত সম্প্রদায়ের লোকেরা স্ফটিকেট তৈরি ইস্ট লিঙ্গ পরিধান করে এই আচার পালন করে থাকেন।

এদিন সংবাদ সংস্থার কাছে মুখ খুলেছিলেন রাহুল গান্ধী। সেখানে তিনি ইস্ট লিঙ্গ এবং শিবযোগ প্রসঙ্গে আরো জ্ঞান লাভ করার ইচ্ছা প্রকাশ করেন।

তিনি সংবাদ মাধ্যম কে বলেছেন বেশ কিছুদিন ধরেই তিনি বাসভান্নুজিকে অনুসরণ করছেন। এই বিষয়ে পড়াশুনা করছেন। এখানে আসতে পারাকে তিনি সম্মানের বলে মনে করছেন। সেই সঙ্গে তিনি এমন কারো সঙ্গে যোগাযোগ করতে চান যিনি ইস্ট লিঙ্গ এবং শিবযোগ সম্পর্কে তাকে বিস্তারিত বলতে পারবেন।