সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দলের প’ত’নে’র জন্য দা’য়ী রাহুলই! গান্ধী পরিবারকে দু’ষে কংগ্রেস ছা’ড়’লে’ন তেলেঙ্গানার বর্ষীয়ান নেতা

কংগ্রেস ছাড়লেন তেলঙ্গনার নেতা এমএ খান। শনিবার দলীয় নেতৃত্বের কাছে এই বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদের মতোই প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর বিরুদ্ধে ক্ষোভ উগরে পদত্যাগপত্র পাঠালেন।

তিনি বলেন, দলের পতনের কারণ রাহুল গাঁধীই। এদিন তিনি আরও বলেন, কংগ্রেস থেকে ইস্তফা দিলাম। সভাপতি হিসাবে রাহুল গাঁধী দায়িত্ব নেওয়ার পরই দল ডুবতে শুরু করেছিল।

ওঁর চিন্তাভাবনা আলাদা। কারও সঙ্গে তা মেলে না। ব্লক স্তর থেকে বুথ পর্যায় পর্যন্ত কোনও নেতার সঙ্গেই সেই ভাবনার মিল খুঁজে পাবেন না।

ওই কংগ্রেস নেতা রাহুলকে বিঁধে তেলঙ্গানার এ-ও বলেছেন, কয়েক দশক ধরে যে সমস্ত বর্ষীয়ান নেতা দলের ভিত মজবুত করেছিলেন, তাঁরাই এখন পদত্যাগ করছেন। রাহুল জানেনই না, সিনিয়র নেতাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়।