সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আরশোলা-মাকড়সা-ইঁদুর থেকে চিরদিনের মতো মু’ক্তি পে’তে আনুন এই ডিভাইস, দা’ম মা’ত্র ২৯৯ টা’কা

বাড়িতে পোকামাকড় এবং মশা মারার জন্য অনেক রকম স্প্রে আমরা ব্যবহার করে থাকি। বাজারে রয়েছে এমন ডিভাইস যেগুলি শরীরের ক্ষতি করবে না অথচ পোকামাকড়ও দূরে থাকবে। ই-কমার্স সাইট Amazon-এ রয়েছে এই ডিভাইসগুলি।

মাত্র 299 টাকা থেকেই পাওয়া যাবে অত্যাধুনিক প্রযুক্তির ইনসেক্ট কিলার।Pest Repellent Machine এই ডিভাইসটির দাম 499 টাকা।

তবে এই ডিভাইসটির উপর বিশেষ ছাড়ও রয়েছে। বর্তমানে 40 শতাংশ ছাড়ে এই ডিভাইসটি কিনতে হলে 299 টাকা খরচ করতে হবে। Amazon-এ দেওয়া বিবরণ অনুযায়ী কোনও কেমিক্যাল, বিষ বা ট্র্যাপ ব্যবহার করা হয় না।

আরো পড়ুন: বাংলাদেশের ব্লগার অনন্ত দাস মার্ডারের সঙ্গে যু’ক্ত চারজনের মৃ’ত্যু’দণ্ডের নি’র্দে’শ

এই ডিভাইস থেকে বিশেষ শব্দ বের হয়। যার মাধ্যমে মশা, ইঁদুর, আরশোলা, মাকড়শা, পিপড়ে ইত্যাদি পোকামাকড় দূরে রাখা সম্ভব। খুব সহজেই এই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন। বাড়ির যে অংশ থেকে পোকামাকড় দূর করতে চাইছেন সেখানে এই ডিভাইসটি ইনস্টল করে দিন।

একসঙ্গে প্রায় 800 থেকে 1200 স্কয়্যারফিট এলাকার মধ্যে থাকা সমস্ত পোকামাকড় দূর করতে পারবে এই যন্ত্রটি। এছাড়াও এই ডিভাইসের মধ্যে যেহেতু কোনও কেমিক্যাল বা অন্য় কোনও পদার্থ ব্যবহার করা হয় না সেকারণে অত্যন্ত সুরক্ষিত এই ডিভাইসটি।

WRIGHTRACK Ultrasonic এই ডিভাইসটিও ই-কমার্স প্ল্যটফর্ম Amazon-এ পাবেন। তবে দাম তুলনামূলক বেশি। এই ডিভাইসটির দাম 1699 টাকা। যদিও, 63 শতাংশ ছাড়ে এই ডিভাইসটি পাবেন মাত্র 630 টাকায়। ইঁদুর, মশা, টিকটিকি, তাড়ানো সম্ভব। এই ডিভাইসটিতেও কোনও কেমিক্যাল অথবা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না।