সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জীবন্ত খরগোশকে নি’মি’ষে গি’লে খে’লো সিগাল, ব্যা’প’ক ভাইরাল ভিডিও

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিগালের এমন একটি ঘটনা যা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না নেটিজেনরা। সিগালরা শুধু মাছ আর চিপস নয়, আরও কত কি খাওয়ার ক্ষমতা রাখে তা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে একটি খরগোশকে গর্ত থেকে বের করে গোটা গিলে খেয়ে নিল একটি সিগাল। তবে এই ভিডিওটি আজকের নয়। ওয়েলস স্কোমার আইল্যান্ডে ২০২০ সালে এই ভিডিওটি তোলা হয়েছিল।

আর সেই ভিডিওই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে সেই আস্ত খরগোশটিকে গিলে খাওয়ার পর সিগালটির কী অবস্থা হয়েছিল, তা অবশ্য অজানা।

ভিডিওতে দেখা যাচ্ছে, গর্ত থেকে বের করার পরক্ষণেই যখন ওই খরগোশটিকে সিগাল গিলে খাচ্ছে, তখন পাশ থেকে আর একটি সিগাল হতচকিত হয়ে পুরো ঘটনাটা দেখছে।

তবে ভিডিওটিতে এটাও স্পষ্ট যে খরগোশটিকে গিলতে ওই সিগালের খুব কষ্ট হচ্ছিল। তাই একটু-একটু করে সে খরগোশটিকে গিলছিল।

আর যখন খরগোশটিকে পুরো গিলে ফেলে ওই সিগাল, তারপরে বেশ কিছুক্ষণ তাকে স্থবির হয়ে থাকতে দেখা গেছে। আর অন্য সিগালটির কোনো পাত্তাই নেই ওই ভিডিওটিতে।

আরো পড়ুন: কুকুরের চেন দিয়ে বাঁ’ধা গলা, এভাবেই ৭ কোটি টা’কা আ’য় করলেন তরুণী!

তবে সিগালরা সত্যিই খরগোশ খায় কিনা সে প্রসঙ্গে স্কোমার আইল্যান্ডের ওয়াইল্ড লাইফ ট্রাস্ট এক্সপার্টরা বলছেন, “সিগালের ডায়েটের অন্যতম গুরুত্বপূর্ণ খাবার হল খরগোশ, যখন সিগালরা ছোট সিবার্ড বা সিবার্ডের বাচ্চার সন্ধান পায় না।”

সম্প্রতি একটি রিসার্চ থেকে স্কটল্যান্ডের গবেষকরা আবিষ্কার করেছেন যে, পাখিরা মনে রাখে কোথায় তারা শেষবার মাছ এবং চিপস খেয়েছিল এবং কয়েক ডজন মাইল দূর হলেও, তারা আবার সেখানেই ফিরে আসে।

মেট্রোর একটি রিপোর্ট থেকে জানা যায়, স্কটল্যান্ডের একটি অত্যন্ত জনপ্রিয় চিপসের দোকানে প্রচুর পরিমাণে সিগালের আনাগোনা হয় এই একটিই কারণে।