Home টাকাপয়সা এখন থেকে বাড়িতে বসেই SBI-এর Account খু’ল’তে পারবেন

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখন থেকে বাড়িতে বসেই SBI-এর Account খু’ল’তে পারবেন

এই মহামারীর বাজারে এখন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের অনলাইন পরিষেবা দিতে শুরু করেছে। ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য এবার থেকে আর ব্যাংকে লম্বা লাইনে দাঁড়ানোর দরকার পড়বে না। তার বদলে অনলাইনেও আপনি সেভিংস একাউন্ট খুলতে পারবেন।

ইনস্টা সেভিংস অ্যাকাউন্ট এবং ডিজিটাল সেভিংস একাউন্ট খুলতে পারবেন এসবিআই এর অনলাইন পরিষেবা মারফত। ইন্সটা সেভিংস একাউন্ট এর মাধ্যমে একাউন্ট করার জন্য ব্যাংকের ব্রাঞ্চে যেতে হয় না। বাড়িতে বসেই নথিপত্র ছাড়াই অ্যাকাউন্ট খোলা যায়।

করানোর সময় অনেকেই এইভাবে ব্যাংকের একাউন্ট খুলতে পছন্দ করেছেন। এর জন্য প্রথমে এন্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর থেকে আইওএস মোবাইল ফোনের অ্যাপ স্টোর থেকে yono sbi মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে।

আরো পড়ুন: নতুন এক ভা’ই’রা’স চি’ন্তা বাড়াচ্ছে ক্রমশ, মৃ’ত্যু’র হা’র ৮৮ শতাংশ!

এবার অ্যাপ্লিকেশনটি খোলার পর নিউ কাস্টমার নির্বাচন করতে হবে। এরপরের ধাপে ওপেন ইনস্টা সেভিংস একাউন্ট নির্বাচন করে ব্যাংকে যে মোবাইল নম্বর নথিভুক্ত করতে চান সেই নম্বরটি দিতে হবে। তারপর একটি ওটিপি আসবে এবং অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড দিতে হবে।

এবার কিছু সিকিউরিটি কোশ্চেন করা হবে। সমস্ত নির্দেশাবলী ঠিকমতো পড়ে নিয়ে এফ এ টি সি এ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। এবার আধার কার্ডের নম্বর দিয়ে ওটিপি রিসিভ করে নিতে হবে।

সেখানে বাড়ির ঠিকানা ফটো প্যান কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে সেলফি তুলে আপলোড করে দিন। এসময় শিক্ষাগত যোগ্যতা, আয়, পেশা ইত্যাদি নথি দিতে হবে। যাকে নমিনি করতে চাইছেন তার সম্পূর্ণ তথ্য দিতে হবে।

তারপর নিকটবর্তী ব্রাঞ্চ নির্বাচন করে সমস্ত শর্তাগুলি ভালো করে পড়ে নিয়ে সাবমিট করে দিন। এরপর ওটিপি দিয়ে এ টি এম কাম ডেবিট কার্ড এর তথ্য দিতে হবে। সিআইএফ নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার স্বয়ংক্রিয় পদ্ধতিতেই চালু হয়ে যাবে।