সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

R D BURMAN বেনামে আমাকে ফুল পাঠাতেন, আমি ফেলে দি’তে বলেছিলাম: আশা ভোঁসলে

আজ ২৭ জুন সঙ্গীত জগতের এক বিশেষ দিন। আজ সুরের সম্রাট শচীন দেব বর্মনের ছেলে রাহুল দেব বর্মনের জন্মদিন। ১৯৯৪ সালে মাত্র ৫৫ বছর বয়সে সুরের সব মায়া ত্যাগ করে তিনি চোখ বুজেছিলেন চিরতরে। সেই সুরের জাদুকর আজ যদি বেঁচে থাকতেন তাহলে তাঁর বয়স হত ৮৩ বছর।

এতদিন পরেও সেই সুরের জাদুকরকে কি আদৌ ভোলা গেছে? না কখনোই না। তাঁর সুরের ছোঁয়ায় প্রায় সব গানই হয়ে উঠত সুপারহিট। আজ এত বছর পরেও সে সব গান সমান জনপ্রিয়। বলিউডে গানের ধারার আমূল পরিবর্তন ঘটেছিল তাঁর হাত ধরে। ১৯৫০-এর দশকে বলিউডের গানের জগতে প্রথম পা রাখেন এই সঙ্গীত সাধক।

সুরের সম্রাট শচীন দেব বর্মনের ছেলে হিসেবে তাঁর থেকে মানুষের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। একের পর এক অবিস্মরণীয় সব গান আবিষ্কারের মধ্যে দিয়ে আর ডি বর্মন থেকে তিনি হয়ে উঠেছিলেন সকলের মনের মানুষ পঞ্চম দা। তিনি আজ আমাদের মধ্যে নেই। তবুও এই বিশেষ দিনে তাঁর কথা মনে করতে মন যে ভীষণভাবে চাইছে।

আরো পড়ুন: কা’জ দেওয়ার অছিলায় তিন খান আমাকে ‘ধ’র্ষ’ণ’ করেছে, ছিলেন তাদের বাবাও! বি’স্ফো’র’ক অভিনেত্রী

তাঁর শিল্পী সত্ত্বাকে তো আমরা চিনি। কিন্তু প্রেমিক হিসেবে তিনি কেমন ছিলেন তা তো আমাদের জানার কথা নয়। এক সাক্ষাৎকারে তাঁর সহধর্মিনী আশা ভোঁসলে জানিয়েছিলেন আরডি বর্মনের প্রেমিক সত্ত্বার এক মজার কাহিনী। বিশিষ্ট সংগীতশিল্পী আশা ভোঁসলে একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, “স্বামী রাহুল দেব বর্মন বেশ কয়েক বার আমাকে বেনামে ফুলের তোড়া পাঠাতেন।

একবার তো আরডি বর্মন আর লিরিসিস্ট Majrooh Sultanpuri-এর উপস্থিতিতেই একজন সেই ফুলের তোড়া নিয়ে হাজির। কিন্তু, আমি তো জানি না যে সেই ফুলের তোড়া আমাকে কে পাঠাচ্ছে। তাই সেই সময় আমি এতটাই রেগে গিয়েছিলাম যে এই গোলাপের তোড়া তাঁকে ছুঁড়ে ফেলে দিতে বলি।

আর নিজে নিজেই বলতে থাকি কে যে এইভাবে আমাকে ফুলের তোড়া পাঠিয়ে সময় নষ্ট করছে….ঠিক সেই সময় পঞ্চমের মুখটা ছিল দেখার মতো। ঠিক তারপরই Majrooh সাব হো হো করে হেসে উঠে বললেন, যে এই ফুলের তোড়া পাঠিয়ে সময় নষ্ট করছে সে তো এখানেই বসে….”।

১৯৬৬ সালে Rita Patel-এর সঙ্গে রাহুল দেব বর্মনের বিবাহ হয়েছিল ঠিকই কিন্তু সেই সম্পর্ক টেকেনি। ১৯৭১ সালেই ভাঙন ধরে সেই সম্পর্কে। তার ঠিক ৯ বছর পর ১৯৮০ সালে আশা ভোঁসলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরডি বর্মন। এই শিল্পী জুটি একসঙ্গে বহু হিট গান দর্শককে উপহার দিয়েছেন।

এছাড়া তাঁদের লাইফ পারফরমেন্সও ছিল এককথায় সুপারহিট। সঙ্গীতের জগতে তাঁদের দুজনেরই ছিল জগৎজোড়া খ্যাতি। John Coltrane থেকে শুরু করে Rolling Stones, Earth Wind and Fire সহ অনেক আমেরিকান ব্যান্ডে তাঁরা গান গেয়েছিলেন।

আরো পড়ুন: আ’রো একটি সরকারি কোম্পানি অধিগ্রহণ করতে চলেছে টাটা গ্রু’প! শীঘ্রই হ’বে দায়িত্ব হস্তান্তর

তাঁদের প্রেমের গল্পের পাশাপাশি সঙ্গীতের প্রতি ভালোবাসা প্রসঙ্গে আশা ভোঁসলে জানান, “আমাদের ভালোবাসার বন্ধন মজবুত হয়েছিল গানের প্রতি অসীম ভালোবাসা থেকেই। আমরা একসঙ্গে ঘণ্টার পর ঘণ্টা Bismillah Khan, Shirley Bassey সহ আরও অনেকের গান শুনতাম। সময়ের কোনো হিসেব থাকত না।

আর পঞ্চমের গানের প্রতি এতটাই মোহ ছিল যে অনেক সময় সকাল ৯.৩০ মিনিটে বাথরুমে ঢুকে দুপুর ৩টের সময় তিনি বাথরুম থেকে বেড়িয়েছেন! গান শুনতে শুনতে গানের নেশায় তিনি রীতিমতো ডুবে যেতেন।”