সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুতিনের আয়ু মাত্র ৩ বছর? রাশিয়ান গুপ্তচরের দা’বি ঘি’রে শো’র’গো’ল বিশ্বজুড়ে

রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া-ইউক্রেন যুদ্ধারম্ভের পর থেকে শিরোনামে রয়েছেন। আমেরিকা ও ইউরোপের মতন বড় বড় দেশের চোখ রাঙানি কে তোয়াক্কা না করে ইউক্রেনের বিরুদ্ধে  যুদ্ধ ঘোষণা করে নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন অনেক রকম গুজব রটনা হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্টের উপর, কিন্তু এবার যে তথ্য টি সামনে এসেছে তা সত্যি চাঞ্চল্যকর।

দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায়, ব্রিটেন নিবাসী প্রাক্তন রাশিয়ান গুপ্তচর বরিস কারপিচকভ নামে এক ব্যক্তি দাবি করেন পুতিনের শারীরিক অবস্থার দিনে দিনে অবনতি ঘটছে।

আরো পড়ুন: কাশ্মীরে ফের হিন্দুদের উপর হা’ম’লা জঙ্গিদের, মহিলা শিক্ষককে গু’লি করে খু’ন

যে ভাবে ক্যানসার তাঁর শরীরে দ্রুত ছড়িয়ে পড়ছে তাতে তিনি হয়তো আর তিন বছর বাঁচবেন, তার হাতে সময় খুবই কম ডাক্তার রা তাকে সময় জানিয়ে দিয়েছেন।

তাঁর দৃষ্টি শক্তি খুবই কম হয়ে গেছে ফলে প্রেস মিট করার আগেই বা কোনো বক্তব্য রাখার আগে তাকে তাঁর বক্তব্য গুলি খুব বড় বড় করে লিখে দেয়া হয় অক্ষর গুলি এতই বড় হয় যে শুধু তিনটি লাইন লিখতেই একটি পাতা পুরো ভরে যায়।

ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় প্রাক্তন এফসিবি অধিকর্তার মতে, আমাদের কে বলা হয়েছে পুতিন মাথা যন্ত্রনায় ভুগছেন তিনি যখন টিভির সামনে আসেন তখন তাঁর সামনে থাকা

কাগজে বড় বড় হরফে সব কিছু লেখা থাকে, সেই কাগজ দেখেই তিনি নিজের বক্তব্য রাখেন। অক্ষর গুলি এত টাই বড় হয় যে দুই তিন লাইনের বেশি সম্ভব হয়না। তাঁর দৃষ্টি শক্তি ক্রমশই কমে আসছে।

তবে পিচকভারের এই দাবি সম্পুর্ন উড়িয়ে দিয়েছেন রাশিয়ান বিদেশমন্ত্রী, তাঁর মতে এগুলি নিছকই গুজব ছাড়া আর কিছুই নয়, এসব গুজব রটিয়ে পুতিনের সমর্থক দের মনবল ভাঙার চেষ্টা চালাচ্ছে বিরোধীরা।

সম্প্রতি আরো গুজব রটে যে পুতিনের নাকি পেতে অস্ত্রপ্রচার করে তরল বার করা হয়েছে। তবে এ সমস্ত দাবিই উড়িয়ে দিয়েছেন রাশিয়ান বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ।