সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুর্গাপুজোর আগে ফের ধা’ক্কা, আরো মহার্ঘ্য হলো রান্নার গ্যাস, জানুন নতুন দাম

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। কিছুতেই যেন রাশ টানা যাচ্ছে না রান্নার জ্বালানি গ্যাসের ক্রমবর্ধমান দামের ঊর্ধ্বগতিতে। মহালয়ার দিন সকালেই জোর ধাক্কা খেলো মধ্যবিত্ত। মহালয়ার সকালের ১৪.২ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম ১৫ টাকা বাড়িয়েছে তেল সংস্থাগুলি। এবার থেকে ১৪.২ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডার কিনতে হলে দিল্লিতে খরচ পড়বে ৮৯৯.৫০ টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য, পটনায় এলপিজি সিলিন্ডারের দাম ইতিমধ্যেই প্রায় ১০০০ টাকা ছুঁয়েছে। উল্লেখ্য চলতি মাসের প্রথম দিনেই ১৯ কিলোগ্রামের কর্মাশিয়াল সিলিন্ডারের দাম ৪৩ টাকা বাড়ানো হয়েছে ৷ পয়লা অক্টোবর থেকে ১৯ কিলোগ্রাম কর্মাশিয়াল এলপিজি সিলিন্ডারের দাম ১৬৯৩ টাকা বেড়ে ১৭৬৩.৫০ টাকা হয়েছে। সেই সময় অবশ্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম নিয়ে কিছু জানানো হয়নি।

কিছুদিন যেতে না যেতেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও বাড়লো। একদিকে পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান দাম, অপরদিকে রান্নার গ্যাসের দাম যে হারে প্রতিনিয়ত বাড়ছে তাতে হেঁসেল সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারন মানুষ। তার উপর আবার পাল্লা দিয়ে কমছে ভর্তুকির পরিমাণ।

আজ থেকে দিল্লিতে ভর্তুকিহীন ১৪.২ কিলোর সিলিন্ডারের দাম বেড়ে ৮৯৯.৫০ টাকা হয়েছে। কলকাতায় রান্নার গ্যাসের দাম ৯১১ থেকে বেড়ে ৯২৬ টাকা হয়েছে। মুম্বইয়ে রান্নার গ্যাস দাম ৮৪৪.৫০ টাকা থেকে বেড়ে ৮৯৯.৫০ টাকা হয়েছে এবং চেন্নাইয়ে ৯০০.৫০ টাকা থেকে বেড়ে ৯১৫.৫০ টাকায় পৌঁছেছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম।