সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দিওয়ালির পরেই এবছরের শে’ষ সূর্যগ্রহণ, সা’ক্ষী থাকবেন আপনিও

আগামী ২৫ অক্টোবর বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে । দীপাবলির পর পরই এই সূর্যগ্রহণ নিয়ে সকলের মনে উৎসাহের জোয়ার। যদিও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয়। তবে, আংশিক সূর্যগ্রহণ নিয়েও জোর চর্চা চলছে।

কবে এই সূর্যগ্রহণ হবে, কতক্ষণ স্থায়ী হবে, তা নিয়ে জনমানসে প্রশ্ন উঠছেই। ভারতীয় সময় অনুসারে দুপুর ২.২৯ মিনিট থেকে শুরু হয়ে যাবে আইসল্যান্ডে। চলবে সন্ধ্যে ৬.২০ মিনিট পর্যন্ত। দিল্লিতে সূর্য গ্রহণ ৪.২৯ মিনিটে শুরু করে তা সন্ধ্যে ৬.০৯ মিনিট পর্যন্ত চলবে।

ভারতের কয়েকটি জায়গায় বিকেল ৪.০৩ মিনিট থেকে তা দেখা যাবে। ভারতের সর্বত্রে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। পোরবন্দর, মুম্বই, সুরাত পানাজিতে দেখা যাবে এই আংশিক গ্রহণ।

এই গ্রহণ কলকাতা থেকে ১১ মিনিট সময়ে মাত্র দেখা যাবে । ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর পূর্ব আফ্রিকা, পশ্চিম এশিয়া, উত্তর আটলান্টিক মহাসাগর, পশ্চিম চিন, ভারত এবং প্রতিবেশী দেশে এই গ্রহণ দেখা যাবে৷ উত্তর ভারত মহাসাগরেও এই আংশিক গ্রহণ দেখা যাবে৷