সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নাম ব’দ’ল হতে পারে পুরীর! উঠছে জো’রা’লো দা’বি, নতুন নাম কি হবে দেখে নিন

এবার নাম বদলাতে চলেছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের। ওড়িশার বিভিন্ন সংগঠনের তরফ থেকে এমনটাই দাবি জানানো হচ্ছে। পুরীর নাম বদলে জগন্নাথ ধাম পুরী করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এই নাম বদলের দাবি জানিয়ে পুরীর জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে একাধিক সংগঠনের তরফ থেকে।

পুরীকে কেও জগন্নাথ ধাম বলেন, কেউ আবার বলেন শ্রী ক্ষেত্র ধাম, আবার কারোর কাছে শুধু পুরী নামেও পরিচিত। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন মহাপ্রভু জগন্নাথের জন্যই পুরী প্রসিদ্ধ। অতএব শ্রীক্ষেত্রের নাম জগন্নাথ ধাম পুরী হলেই সব থেকে ভালো হয়।

ব্রিটিশরা পুলিশকে প্রধানত তিনটি প্রদেশে ভাগ করে গিয়েছিল। বালেশ্বর, কটক এবং জগন্নাথ। এই ইতিহাসের কথা মাথায় রেখে অনেকে পুরী জগন্নাথ ধাম বা জগন্নাথ ধাম পুরী নামের পক্ষে মতামত জানিয়েছেন। এই নাম বদলের পক্ষে এবং বিপক্ষে উঠে আসছে নানা মতভেদ। যদিও শেষমেশ পুরীর নাম বদল হবে কিনা তা সময়ই বলবে।