সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেট দলের ৫ জনপ্রিয় ক্রিকেটার যারা বি’য়ে’র পরেও অন্য নারীর স’ঙ্গে স’ম্প’র্কে জড়িয়েছেন

সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি অনেকেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। আর এহেন ঘটনা তো ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে জলভাত। তবে এ ব্যাপারে পিছিয়ে নেই ক্রিকেট দুনিয়া। আর প্রেমিক যুগলের মাঝে যদি একবার তৃতীয় জন এন্ট্রি নেয় তাহলেই সেই সম্পর্কের ভীত নড়তে বাধ্য।

চলচ্চিত্র তারকাদের পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এমন কয়েকজনের নাম করা যায় যারা স্ত্রী ছাড়াও অন্যদের সাথে অতিরিক্ত বৈবাহিক সম্পর্কে যুক্ত থেকেছেন। চলুন জেনে নেওয়া যাক এমন 5 ভারতীয় ক্রিকেটারদের কথা যারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে প্রাধান্য দিতে নিজের স্ত্রীর সাথে প্রতারণা করতেও পিছপা হননি।

১) সৌরভ গাঙ্গুলী : BCCI-এর প্রেসিডেন্ট ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী 1997 সালে তার শৈশবের বন্ধু এবং সঙ্গী ডোনাকে বিয়ে করেছিলেন। শোনা যায় সেই বিয়েতে নাকি তাঁর পরিবারের মত ছিল না। তবে ডোনা আর সৌরভের সংসারে সুখ প্রথম থেকেই ছিল।

কিন্তু সেই সুখের সংসারে অন্ধকার ঘনিয়ে আসে যখন বলিউড অভিনেত্রী হাসিনা নাগমার সঙ্গে সৌরভ গাঙ্গুলীর নাম জড়ায়। একটা সময় গাঙ্গুলি এবং নাগমাকে নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছিল। এমনকি চেন্নাই থেকে কিছুটা দূরে একটি মন্দিরে দুজনকে একসঙ্গে দেখা গেছিল বলেও খবর আছে। তবে সেই সম্পর্ক টেকেনি, কিছুদিন বাদেই গাঙ্গুলি ও নাগমার সম্পর্কের অবনতি হয়।

২) মহম্মদ শামি : বর্তমানে বিশ্বের শীর্ষ বোলারদের মধ্যে অন্যতম ভারতের ফাস্ট বোলার মহম্মদ শামি। তবে তাঁর কেরিয়ারের শীর্ষে এক ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই সময় তাঁর স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগ তোলেন।

2014 সালে হাসিন জাহানের সঙ্গে বিয়ে হয় মহম্মদ শামির। কিন্তু হাসিন তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ মেসেজ এবং চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন এবং আদালতে মামলা করেন। এই কারণে তিনি আদালত থেকে সমনও পেয়েছেন এবং মামলা এখনও আদালতে চলছে।

৩) জাভাগল শ্রীনাথ : জাভাগাল শ্রীনাথ হলেন ভারতের প্রাক্তন ফাস্ট বোলার। 1999 সালে তাঁর বিয়ে হয় জ্যোৎস্নার সঙ্গে। কিন্তু তারপর শ্রীনাথ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সাংবাদিক মাধবী পাত্রাবলির সঙ্গে। আর সেই কারণেই তিনি তাঁর প্রথম স্ত্রী জ্যোৎস্নাকে তালাক দেন এবং মাধবীকে বিয়ে করেন 2008 সালে।

৪) মোহাম্মদ আজহারউদ্দিন : প্রথম থেকেই ক্রিকেট দুনিয়য় মোহাম্মদ আজরুদ্দিন ছিল সেরার সেরা ক্রিকেটার। তবে তাঁর ব্যক্তিগত জীবন বড়োই রহস্যময়। আর তার জেরেই বারবার তার নাম উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি দুইবার বিয়ে করলেও কোনো বিয়েই টেকেনি। দুইবারই ডিভোর্স হয়।

আজহার 1987 সালে নওরিনকে বিয়ে করেন। তার দুটি পুত্র সন্তান হয়। এরপর 1996 সালে দুজনের বিবাহবিচ্ছেদ হলে বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেন। এরপর সঙ্গীতা বিজলানি ব্যাডমিন্টন খেলোয়াড় জ্বালা গুট্টার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ায় 2010 সালে আজহারের সাথে বিবাহবিচ্ছেদ ঘটে। তারপরেও মার্কিন নারী শেনিন মেরির সঙ্গে আজহারের সম্পর্কের গুঞ্জন শোনা যায়।

৫) বিনোদ কাম্বলি : অবৈধ সম্পর্কের কারণে বারবার সংবাদ শিরোনামে নাম উঠে এসেছে প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির। ভারতের হয়ে 104 টি ODI এবং 17টি টেস্ট ম্যাচ খেলেছেন বিনোদ কাম্বলি। প্রথমে তিনি নোয়েলা লুইসকে বিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তাদের মধ্যে প্রায়শই ঝগড়া হতো।

এরফলে তাদের সম্পর্কের আরও অবনতি ঘটতে থাকে। অন্যদিকে ফ্যাশন মডেল আন্দ্রেয়া হিউইটের সঙ্গে কাম্বলি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এ বিষয়ে জানাজানি হতেই আর দেরী না করে তাঁর স্ত্রী নোয়েলা লুইস কাম্বলিকে তালাক দেন। এই সময়ে শোনা যায় আন্দ্রেয়া নাকি গর্ভবতী, এমনকি তিনি একটি সন্তানের জন্ম দিয়েছেন। এই খবর নিয়ে জল্পনা শুরু হলে আন্দ্রিয়াকে বিয়ে করতে বাধ্য হন কাম্বলি।