সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শ্রীলঙ্কায় বি’ক্ষো’ভ অব্যাহত, সংঘ’র্ষে শাসক দলের এক সাংসদের মৃ’ত্যু

শ্রীলঙ্কায় অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ার পর সেখানকার পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে। সরকারের বিরুদ্ধে সাধারণের মনের মধ্যে জমে থাকা ক্ষোভ বাড়ছে।

এই পরিস্থিতিতে সারা দেশজুড়ে চরম অবস্থা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সারা দেশে জরুরি অবস্থা জারি করতে হয়েছে। এমতাবস্থায় গোটা দেশে তীব্র চাঞ্চল্য ছড়ালো শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে নিজের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন।

তার আগেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। রাজাপক্ষের বাড়ির বাইরে বিক্ষোভ দেখাতে থাকা একদল মানুষ ও সরকারপক্ষের কিছু কর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালীন শাসক দলের এক সাংসদের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় 78 জন শ্রীলংকাবাসী আহত হয়েছেন বলে খবর।

আরো পড়ুন: গোয়েন্দা বিভাগের সদর দপ্তরের বাইরে বি’স্ফো’র’ণ, বাড়ানো হ’লো নিরাপত্তা

শাসকদলের ওই সাংসদের নাম অমরকীর্তি আথুকোরালা। ঘটনার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বর্তমানে গোটা শহর জুড়ে পুলিশ এবং সেনা মোতায়েন করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জরুরি অবস্থা জারি থাকবে বলে জানানো হয়েছে। বর্তমানে শ্রীলংকাতে বিদ্যুৎ সংকট ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এমতাবস্থায় জ্বালানি, তেল এবং রান্নার গ্যাসসহ মূল্যবান জিনিসের দাম বেড়েছে।

বিদ্যুৎ সংকটের মুখে পড়া শ্রীলংকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রীর ইস্তফা দাবি করে আসছেন। শ্রীলংকার গোটা মন্ত্রিসভা ইস্তফা দিলেও প্রধানমন্ত্রী কিছুতেই নিজের পদ ছাড়তে রাজি হচ্ছেন না। অবশেষে আন্দোলনকারীদের ক্ষোভের মুখে পড়ে শেষমেষ নিজের পদ ছাড়ার কথা ঘোষণা করেন রাজাপক্ষে।