সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বয়স ১০০ পার করলেও হাসি মুখেই ভোটের লা’ই’নে দাঁড়ালেন প্রধানমন্ত্রীর মা, মু’গ্ধ নেটিজেনরা

একদিকে এই বাংলার উপ নির্বাচন ঘিরে আজ সকাল থেকেই রাজ্য রাজনীতি উত্তাল ছিল। অপরপক্ষে গুজরাটের গান্ধীনগরে পুরভোটের আয়োজনও করা হয়েছিল আজ। গুজরাটের গান্ধীনগরে আজ নিজের ভোট দিতে এলেন প্রধানমন্ত্রীর মা। নিজের বয়স উপেক্ষা করে শতবর্ষ পেরোনো বৃদ্ধা এদিন লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল প্রথম পুর নির্বাচন। গান্ধিনগর পুরসভার ১১টি ওয়ার্ডে ৪৪ জন কাউন্সিলরকে বেছে নেওয়া হবে এই নির্বাচন মারফত। কাজেই রবিবার সকাল থেকেই গুজরাটের সমস্ত ওয়ার্ডে ভোট গ্রহণ পর্ব শুরু হয়।

শহরের রায়সান গ্রামের ভোটকেন্দ্রে ভোট দিতে সশরীরে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। চলতি বছরের এপ্রিল মাসে গুজরাটে পুরনির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। ভোট পেছাতে পেছাতে অবশেষে অক্টোবর মাসে ভোটগ্রহণ শুরু হলো।

দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে মা হীরাবেন মোদিকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন নরেন্দ্র মোদি। এরপর বিভিন্ন সময় মায়ের সঙ্গে তার বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রধানমন্ত্রীর মা হওয়ার সুবাদে হীরাবেন মোদিকে চেনেন সকলেই। এদিন ভোটগ্রহণ কেন্দ্রের তিনি সরাসরি উপস্থিত হওয়াতে ভোটারদের মধ্যে শোরগোল পড়ে যায়।