সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনেকটা দা’ম ক’ম’লো, Yamaha দুটি মডেলের দা’ম হ্রা’স করলো, দেখে নিন

করোনা পরবর্তী পর্যায়ে মানুষ অর্থনৈতিক ভাবে কিছুটা হলেও দুর্বল হয়ে পড়েছেন। এই সময় গাড়ি কেনার ইচ্ছা থাকলেও সেই ইচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই পূরণ করে উঠতে পারছেন না মধ্যবিত্ত মানুষ। তাই এবার বাজার ধরতে নতুন সিদ্ধান্ত গ্রহণ করল জাপানিজ অটোমেকার কোম্পানি ইয়ামাহা। রাতারাতি দুটি বাইকের এক্স শোরুম প্রাইস কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে সংশ্লিষ্ট সংস্থাটি।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, আগে এই দুটি বাইকের প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়াতে দিনের পর দিন বাইকের দাম বৃদ্ধি পাচ্ছিল। তবে এবার দাম বাড়ানোর নিজে থেকে সরে এসেছে সংশ্লিষ্ট সংস্থা। FZ 25 সিরিজের বাইকের দাম যা ইতিপূর্বে দেড় লক্ষ টাকার উপরে পৌঁছে গিয়েছিল, এবার সেই দাম অনেকখানি কমিয়ে এনেছে সংস্থা। তবে দাম কমালেও অবশ্য বাইকের ফিচার এবং গুণগত মান কিছু কম করা হয়নি।

নতুন প্রাইস লিস্ট অনুসারে দিল্লির এক্স শোরুমে FZ 25 সিরিজের দাম রাখা হয়েছে ‌১,৩৪,৮০০ টাকা এবং FZS 25-এর দাম রাখা হয়েছে ১,৩৯,৩০০ টাকা। কলকাতায় অবশ্য দামে কিছু পরিবর্তন হতে পারে। আগে এই দুটি বাইকের দাম ছিল যথাক্রমে ১,৫৮,৬০০ টাকা ও ১,৫৩,৬০০ টাকা। বর্তমানের এই দাম সাধারণের নাগালের মধ্যেই বলে মনে করছে সংশ্লিষ্ট সংস্থা।

প্রসঙ্গত করোনাকালে এবং লকডাউন পর্বের পর থেকে কার্যত বাইক ইন্ডাস্ট্রি দুর্বল হয়ে পড়েছে। অর্থের অপ্রতুলতার কারণে মানুষ এখন আর ফোর হুইলার কিংবা টু হুইলার কেনার প্রতি ‌ বিশেষ আগ্রহ দেখাচ্ছেন না। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাইক ইন্ডাস্ট্রি। তাই এখন কম দামের মধ্যে উন্নত ফিচারস সমন্বিত বাইকগুলিকে মার্কেটে লঞ্চ করার কথা ভাবছে বাইক কোম্পানিগুলি।