সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Postal Life Insurance: ৭০৫ টা’কা প্রিমিয়ামে মে’য়া’দ শে’ষে পান ১৭ লক্ষ টা’কা

আজ নিয়ে এসেছি একটি পোস্ট অফিস বিমা পলিসি সম্পর্কে নানা তথ্য, যা একজন ব্যক্তির সারা জীবন বিমায় সুরক্ষিত করার জন্য যথেষ্ট। পোস্ট অফিসের এই বিমা পলিসির নাম গ্রাম সুরক্ষা। পোস্ট অফিসের এই গ্রাম সুরক্ষা যোজনা পুরো জীবন নিশ্চয়তা নামেও পরিচিত। এই পলিসির ম্যাচুরিটি ৮০ বছর। যদি পলিসিধারী ৮০ বছর বেঁচে থাকেন, তাহলে তিনি ম্যাচুরিটির সুবিধা পাবেন। প্রিমিয়াম সর্বাধিক ৬০ বছর পর্যন্ত পরিশোধ করার ব্যবস্থা আছে এক্ষেত্রে। এই সময়ের মধ্যে যদি পলিসি-ধারক মারা যান, তাহলে মনোনীত ব্যক্তি সেই ম্যাচুরিটির সুবিধা পাবেন, এমনটাই বলা হয়েছে এখানে।

ভারত সরকার গ্রামীণ ভারতের দরিদ্র মানুষের জন্য প্রধানত এই বিশেষ প্রিমিয়ামের ব্যবস্থা করেছে। পুরো জীবন নিশ্চিত করার জন্য সর্বনিম্ন প্রবেশের বয়স ১৯ বছর এবং সর্বাধিক ৫৫ বছর। বিমার সর্বনিম্ন পরিমাণ ১০ হাজার এবং সর্বোচ্চ পরিমাণ ১০ লক্ষ টাকা। কেউ যদি তাঁর ১৯ বছর বয়সে পোস্ট অফিসের গ্রাম সুরক্ষা স্কিম কেনে, তাহলে সর্বোচ্চ প্রিমিয়াম প্রদানের মেয়াদ হবে ৪১ বছর। পলিসি নেওয়ার চার বছর পর এর থেকে ঋণের সুবিধাও পাওয়া যায়। পলিসি নেওয়ার চার বছর পর এটি সারেন্ডার করার সুবিধা পাওয়া যায়। তবে পাঁচ বছরের আগে পলিসি সারেন্ডার করলে বোনাসের সুবিধা পাওয়া যাবে না বলে খবর।

মোট চারটি প্রিমিয়াম প্রদানের বিকল্প দেওয়া হয়েছে- ৫০ বছর, ৫৫ বছর, ৫৮ বছর এবং ৬০ বছর। পোস্টাল ইনফো মোবাইল অ্যাপে পাওয়া তথ্য অনুসারে, ইন্ডিয়া পোস্ট প্রতি বছর ১০০০ টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদি কেউ ১৯ বছর বয়সে গ্রাম সুরক্ষার অধীনে ৫ লক্ষ টাকার বিমা কিনে থাকে, ইন্ডিয়া পোস্ট মোবাইল অ্যাপে পাওয়া তথ্য অনুযায়ী, প্রিমিয়াম ৫০ বছরের জন্য প্রতি মাসে ৮১০ টাকা, ৫৫ বছরের জন্য ৭৫৮ টাকা, ৫৮ বছরের জন্য ৭৩২ টাকা আর ৬০ বছরের জন্য ৭০৫ টাকা হবে।

অনলাইনে এবং অফলাইনে এর প্রিমিয়াম জমা করা যাবে। ৫০ বছরের জন্য হলে ১৪.৩০ লক্ষ টাকা, ৫৫ বছরের জন্য হলে ১৫.৮০ লাখ টাকা, ৫৮ বছরের জন্য হলে ১৬.৭০ লাখ টাকা, আর ৬০ বছরের জন্য হলে ম্যাচুরিটিতে ১৭.৩০ লাখ টাকা পাওয়া যাবে। বয়স ৮০ বছর পূর্ণ হলে ম্যাচিউরিটি সুবিধা পাওয়া যায়।

তবে সবকিছু র মতো এতেও রয়েছে বেশ কিছু Terms and Conditions। যদি কোনো ব্যক্তির পলিসির বয়স ৩ বছরের কম হয়, তাহলে ৬ মাসের জন্য প্রিমিয়াম জমা না দিলে পলিসি ল্যাপস হয়ে যায়। আর যদি পলিসির বয়স ৩ বছরের বেশি হয়, তাহলে ১২ মাস প্রিমিয়াম না দিলে পলিসি ল্যাপস হয়ে যাবে। তবে ল্যাপস হওয়া পলিসি ফের চালু করার অপশনও রয়েছে। সেক্ষেত্রে মেডিকেল ফর্ম এবং রিভাইভাল ফর্ম জমা দিতে হবে। তবেই পলিসিটি ৫ থেকে ১৫ দিনের মধ্যে চালু হয়ে যাবে।