Home দেশ যাওয়ার ক’থা ছিল বিহার, বিমান থে’কে নে’মে দেখলেন তিনি পৌঁ’ছে গিয়েছেন উদয়পুর!

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যাওয়ার ক’থা ছিল বিহার, বিমান থে’কে নে’মে দেখলেন তিনি পৌঁ’ছে গিয়েছেন উদয়পুর!

যাওয়ার কথা ছিল পাটনা কিন্তু চলে যেতে হলে উদয়পুর। ভুল করে নয় বরং বিমান সংস্থার গাফিলতির জন্য। ইন্ডিগো সংস্থার ভুলের জন্য চরম মাশুল গুনতে হচ্ছে এক যাত্রীর। পাটনা ছাড়িয়ে আরো ১৪০০ কিলোমিটার দূরে তাকে নামিয়ে দিয়েছে ট্রেন।

আলী হোসেন নামে ওই যাত্রীর অভিযোগ পাওয়ার পর পরেই নড়েচড়ে বসেছে ইন্ডিগো বেসরকারি বিমান সংস্থা. গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ইন্ডিগো ডিরেক্টারেড জেনারেল অফ এভিয়েশন।

ঘটনাটি ঘটেছে গত ৩০ শে জানুয়ারি। আলী হোসেন নামে ওই যাত্রী পাটনা যাওয়ার জন্য ইন্ডিগোর ২১৪ বিমানের টিকিট কেটেছিলেন। নির্দিষ্ট সময়ে তিনি পৌঁছে যান দিল্লি বিমানবন্দরে।

আরো খবর: প্রতিদিনের এই খাবারগুলোই আপনার ক্যা’ন্সা’রে’র ঝুঁ’কি বা’ড়া’চ্ছে, কি বলছে গবেষণা?

কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ মতো তিনি পাটনার বিমানে না উঠে উদয়পুরের বিমানে উঠে পড়েন এরপরেই বিমান থেকে নামতেই তিনি বুঝতে পারেন ভুল করে তিনি পৌঁছে গিয়েছেন উদয়পুর। এই ঘটনায় তিনি প্রথমে হক চকিয়ে যান।

বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে নালিশ জানান। শেষ পর্যন্ত ভুল স্বীকার করে কর্তৃপক্ষ। আবারো তাকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং ৩১ শে জানুয়ারি পাটনায় পাঠানো হয়। গোটা ঘটনাটি সম্পর্কে একটি রিপোর্ট পেশ করা হয়েছে।

কিভাবে ওই যাত্রী ভুল বিমানে উঠে পড়লেন কেন তাকে এমন নির্দেশ দেওয়া হয়েছে তা নিয়ে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। সংস্থা জানিয়েছে কেন ওই ব্যক্তির বোর্ডিং পাস চেক করেননি এয়ার হোস্টেসরা। এর জন্য ওই বিমানে থাকা ক্রু সদস্যদের জবাবদিহি করতে হবে বলেও সংস্থা জানিয়েছে।