সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জনপ্রিয় চ্যানেল গুলোর দা’ম বাড়তে পারে! টিভি প্রেমিকদের মা’থা’য় হাত

উৎসবের মরসুমেই কার্যত টিভি প্রেমীদের পকেটে আঘাত হানতে পারে দা ইন্ডিয়ান ব্রডকাস্টিং এন্ড ডিজিটাল ফেডারেশন। পয়লা ডিসেম্বর থেকে টিভি চ্যানেলের দাম বাড়তে পারে। যদি এমনটা হয় তাহলে জনপ্রিয় চ্যানেলগুলির দাম আগের তুলনায় 30 থেকে 50 শতাংশ বাড়িয়ে দেওয়া হবে।

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই খবর জানানো হয়েছে। জনপ্রিয় টিভি চ্যানেলে দাম বৃদ্ধির জন্য আদালতের কাছে প্রস্তাব দিয়েছে দা ইন্ডিয়ান ব্রডকাস্টিং এন্ড ডিজিটাল ফেডারেশন। ফলে 2019 সালের টিভি চ্যানেলের যা দাম রয়েছে তার তুলনায় 50% দাম বৃদ্ধি পাবে।

স্টার ইন্ডিয়া, ডিজনি ইন্ডিয়া, সোনি পিকচারস, জী এন্টারটেইনমেন্ট তাদের চ্যানেলের নতুন দাম 15 থেকে 30 টাকার মধ্যে নির্দিষ্ট করেছে। কলকাতার প্রতি চ্যানেলে 12 টাকা হিসেবে দাম ধার্য করা হয়েছে। যদিও কেবল টিভি অপারেটররা অবশ্য কর্তৃপক্ষের এই‌ সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তাদের দাবি এভাবে চ্যানেলের দাম বাড়ালে গ্রাহকের সংখ্যা কমবে।

2019 সালে যখন টিভি চ্যানেলের দাম 40 শতাংশ বাড়ানো হয়েছিল তখন একটা বড় অংশের গ্রাহক সাবস্ক্রিপশন বাতিল করে দেন। অতএব এবার যদি 50 শতাংশ দাম বাড়িয়ে দেওয়া হয় সংখ্যাটা আরো বাড়বে। এই মর্মে তারা কর্তৃপক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। চলতি মাসের শেষে বেরোতে পারে রায়।