সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার থেকে নি’জ’স্ব স্টিকার বা’না’তে পারবেন WhatsApp-এ, জানুন কিভাবে করবেন

হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচারস্। আপনারা এবার হোয়াটসঅ্যাপের অনুমতিতেই নিজস্ব কাস্টম স্টিকার তৈরি করতে পারবেন। আর জানেন কি! এই স্টিকার মেকার ফিচারটি হোয়াটসঅ্যাপ ওয়েব এবং হোয়াটসঅ্যাপ ডেস্কটপ সমস্ত ইউজারের জন্যই রোল আউট করা হয়েছে। শোনা যাচ্ছে আগামী সপ্তাহ থেকেই হোয়াটসঅ্যাপ ওয়েব এবং হোয়াটসঅ্যাপ ডেস্কটপ ইউজাররা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। হোয়াটসঅ্যাপ-এর এই স্টিকার ফিচারটি নতুন নয়। এটি বহু দিন ধরেই রয়েছে হোয়াটসঅ্যাপ-এ। কিন্তু এত দিন নিজেদের স্টিকার বানানো যেত না। তাই তখন এই কাজের জন্য ইউজারদের থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হত।

এই স্টিকার মেকার টুল আপাতত পিসি এবং ম্যাক ইউজারদের জন্যই নিয়ে এসেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। তবে অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজারদের জন্য ফিচারটি কবে লঞ্চ করা হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। আপাতত যে সব গ্রাহকরা (ওয়েব ও ডেস্কটপ ব্যবহারকারীরা) হোয়াটসঅ্যাপ-এর এই ফিচারটি ব্যবহার করতে চাইবেন, তাঁদের অতি অবশ্যই অ্যাপের লেটেস্ট ভার্সনটি আপডেট করিয়ে নিতে হবে। লেটেস্ট ভার্সনে যাওয়ার পরে কাস্টম স্টিকার পাঠাতে যে কোনও চ্যাট অপশনে চলে যান। এবার চ্যাট বারে অ্যাটাচ আইকনে ক্লিক করে স্টিকার অপশনটি বেছে নিন। এই স্টিকার মেকার অপশনটি গ্রুপ চ্যাট এবং ব্যক্তিগত চ্যাট – সমস্ত ক্ষেত্রেই উপলব্ধ হতে চলেছে।

তাহলে জেনে নেওয়া যাক হোয়াটসঅ্যাপ-এ নিজস্ব কাস্টম স্টিকার কী ভাবে তৈরি করবেন :

১) প্রথমেই হোয়াটসঅ্যাপ ওয়েব খুলুন। এবার যে চ্যাটে কাস্টম স্টিকার পাঠাতে চান, সেখানে চলে যান।

২) চ্যাট বারে (পেপারক্লিপ আইকন) অ্যাটাচ আইকনে ক্লিক করুন এবং তার পরে স্টিকার অপশনটি বেছে নিন।

৩) অ্যাটাচ বাটন থেকে নতুন স্টিকার অপশন বাছাই করা হয়ে গেলে হোয়াটসঅ্যাপ ইউজাররা নিজেদের কম্পিউটারে থাকা যে কোনও ছবি সিলেক্ট করে এডিট ও কাস্টোমাইজ় করতে পারবেন। এবার যে ছবিটি আপনি স্টিকার হিসেবে পাঠাতে চান, সেটি সিলেক্ট করে, হোয়াটসঅ্যাপ-এর সমস্ট টুল ব্যবহার করে এডিট করে নিন।

৪) হোয়াটসঅ্যাপ আপনাকে ইমোজি, স্টিকার প্যানেল থেকে বিভিন্ন স্টিকার এবং এমনকি টেক্সটও যোগ করতে দেবে। পাশাপাশি ইউজাররা ছবি আঁকতে, সেটি ইচ্ছে মতো ক্রপও করে নিতে পারবেন। এমনকি ৎএডিট সেকশনে আনডু এবং রিডু বাটনও যোগ করা হয়েছে।

৫) কাস্টম স্টিকার তৈরি হয়ে এডিট করা হয়ে গেলে হোয়াটসঅ্যাপ ইউজাররা সেন্ড অপশন বেছে নিতে পারবেন। চ্যাট স্ক্রিনের ঠিক ডান দিকের নীচে এই অপশনটি পাওয়া যাবে।