সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টাকার থেকেও কা’জ থা’কা আরো বে’শি জরুরি, অ’ব’সা’দে ভুগছিলাম: শ্বাশত

অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় সম্প্রতি একটি বাংলা দৈনিকে রঞ্জন ঘোষ পরিচালিত ‘মহিষাসুরমর্দিনী’-র শ্যুটিংয়ের অজানা গল্প শোনাতে গিয়ে উঠে এলো তার জীবনের অনেক কথা। টলিউড আর বলিউডে চুটিয়ে অভিনয় করছেন শাশ্বত। পরিচালনার কাজ হাতে গোনা। কখনও অন্য ভূমিকায় নিজেকে দেখতে ইচ্ছা করে না শাশ্বতর?

অভিনেতা বলেন, আমি এক আকাশের নীচে ধারাবাহিকটি পরিচালনা করেছিলাম ৯ মাস ধরে। একটি টেলিফিল্ম আর একটি এক সপ্তাহের সিরিজ পরিচালনা করেছিলাম একটি চ্যানেলের হয়ে। কিন্তু ছবি পরিচালনার জন্য পুরো সময়টা একটা ছবিকেই দিতে হয়। এখন অভিনেতা হিসেবে এতটাই ব্যস্ত যে পুরো সময় একটা ছবিকে দিয়ে, পরিচালনা করার মতো সময় আমার নেই।

অনেকেই ছবি পরিচালনা করেন ছবির টার্গেট অর্ডিয়েন্স ভেবে, ব্যবসায়িক দিকের কথা মাথায় রেখে। শাশ্বতর মতে, ছবির ব্যবসায়িক দিকেন কথা ভাবলে এই মুহূর্তে কোন কোন পদক্ষেপ টলিউডের নেওয়া উচিত?

আরো পড়ুন: Google Pay-র মা’ধ্য’মে লেনদেন হলেই মিলবে হাজার টা’কা ক্যাশব্যাক

অভিনেতা বলেন, প্রথম শর্ত হওয়া উচিত, যিনি টিকিট কেটে হলে সিনেমা দেখতে আসছেন, তাঁকে বিনোদন দিতে হবে। হাসি, কান্না, রাগ বা ইচ্ছাপূরণ, যে কোনওভাবে মানুষকে বিনোদন দেওয়াই ছবির একমাত্র শর্ত হওয়া উচিত। তবে ছবির ব্যবসায়িক দিনটা সত্যিই খুব গোলমেলে।

কেউ কখনও বলতে পারেন না তাঁর আগামী ছবিটা সাফল্য পাবে নাকি পাবে না। তার কথায়, সৃজনশীল সন্তুষ্টি থাকা সবচেয়ে জরুরি। মানুষ ভাল বললে কাজ করার ইচ্ছা দ্বিগুণ হয়ে যায়। সেটাই জরুরি। শুধু টাকা মানুষকে শান্তি দিতে পারে না।