সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Google Pay-র মা’ধ্য’মে লেনদেন হলেই মিলবে হাজার টা’কা ক্যাশব্যাক

গুগল পে (Google pay) হল ভারতের দ্বিতীয় জনপ্রিয় পেমেন্ট অ্যাপ। প্রতিদিন বিপুল সংখ্যক গ্রাহক আর্থিক লেনদেন করেন UPI পদ্ধতিতে এই অ্যাপের মাধ্যমে । কিন্তু সম্প্রতি সোশ্যাল প্ল্যাটফর্ম Twitter – এ ট্রেন্ড করতে শুরু করেছে। বর্তমানে Google – এর পেমেন্ট অ্যাপের বিরুদ্ধে একের পর এক গ্রাহক উগড়ে দিচ্ছে ক্ষোভ।

অনেক G-pay ব্যবহারকারী অভিযোগ করছেন, তাঁরা লেনদেনের পরে রিওয়ার্ড হিসেবে ক্যাশব্যাক পাচ্ছেন না। যদি কোনও ব্যক্তি মাত্র সামান্য কয়েকটি বিষয়ে খেয়াল রাখেন, সেক্ষেত্রে ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

১। যখন কোনও ব্যক্তি লেনদেন করেন, সেক্ষেত্রে বিভিন্ন আলাদা আলাদা নম্বরে লেনদেন করা উচিত। কারণ, যখন কোনও ব্যক্তি একই নম্বরে লেনদেন করেন, সেক্ষেত্রে ক্যাশব্যাক জেতার সম্ভাবনা কমে যায়। তাই বিভিন্ন অ্যাকাউন্টে টাকা পাঠানো উচিত।

আরো পড়ুন: আমি এখনো বেঁ’চে আছি! আদালতে নিজেকে জী’ব’ন্ত প্রমাণ করতে গিয়েই প্র’য়া’ত হলেন বৃদ্ধ

২। বর্তমানে লেনদেনের পর Google Pay-তে কুপন পাওয়া যাচ্ছে। যদি আপনি মোটা অঙ্কের ক্যাশব্যাক পেতে চান, সেক্ষেত্রে এই কুপনগুলি ব্যবহার করে জিনিস কিনতে পারেন। এতে বেশ কয়েকশো বা কয়েক হাজার টাকা উপার্জন করা যাবে।

৩। Google Pay-তে প্রায়ই অনেক গেম এবং অফার শুরু হয়। যদি ক্যাশব্যাকের সুবিধা নিতে চান, সেক্ষেত্রে এই গেমগুলি খেলা যেতে পারে। এরফলে টাকা পাওয়া যেতে পারে।

৪। রিচার্জ করার পরেও কোনও ব্যক্তি ক্যাশব্যাক পেতে পারেন। যখন কোনও ব্যক্তি ফোন, ব্রডব্যান্ড বা DTH-এর জন্য রিচার্জ করেন, সেক্ষেত্রে Google Pay দিয়ে রিচার্জ করা যেতে পারে। এর মাধ্যমে কোনও ব্যক্তি ক্যাশব্যাক জিততে পারেন।