সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতার রাস্তায় কো’নো বিশিষ্ট ব্যক্তিবর্গের লোকেরা হেলমেট না পরলেও ফাইন ক’রে না পুলিশ: শুভেন্দু

তথ্য: আজতক বাংলা

ডায়মন্ড হারবারে মৃতশিল্পীদের কালী মূর্তি ভাঙচুর করা নিয়ে, সরব হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যারা মূর্তি ভাঙচুর করেছে তাদের ধরার ক্ষমতা নেই পুলিশের। কারণ একটাই তারা যে শাসক দলের ভোটব্যাঙ্ক। গতকাল শুক্রবার কাথিতে একটি সাংবাদিক অনুষ্ঠানের মুখোমুখি হয়েছেন তিনি।

আর সেখানেই তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গে সেকুলারিজমের অর্থই একটা, হিন্দু দেবদেবীর নামে কুকথা বলা, হিন্দুদের অনুষ্ঠানে আক্রমন করা। ডায়মন্ড হারবারে এক মৃৎ শিল্পীর ২০ টা মূর্তির মধ্যে ১৬ টা মূর্তি ভাঙ্গা হয়েছে। কিন্তু যারা এই মূর্তি ভেঙ্গেছে তাদের পুলিশ পাকরাও করতে পারে নাই।

কারণ তারা যে শাসক দলের ভোটব্যাঙ্ক। আপনি একটা জিনিস কলকাতাতেই লক্ষ্য করবেন যারা হেলমেট পরে না তাদের ৫০০০ টাকা জরিমানা হয়, আবার কিছু কিছু বিশিষ্ট ব্যাক্তি রয়েছে যাদের হেলমেট না পরলেও কোনো জরিমানা হয় না।

হঠাৎ করেই রে’ক’র্ড প’ত’ন পারদের, একলাফে কলকাতার তাপমাত্রা ক’ম’লো

এদিকে আবার মূর্তি ভাঙ্গা নিয়ে পুলিশ জানিয়েছে মৃৎ শিল্পী নিজেই নিজের মূর্তি ভেঙ্গেছে। বায়নাদারের মূর্তি পছন্দ না হওয়ায় মত্ত অবস্থায় নিজের তৈরী করা মূর্তি নিজেই ভেঙ্গেছে সে। যারা স্যোশাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছেন তাদের পোস্ট ডিলিট করার কথা বলা হয়েছে, তা না হলে পদক্ষেপ নেবে পুলিশ।।