সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হঠাৎ করেই রে’ক’র্ড প’ত’ন পারদের, একলাফে কলকাতার তাপমাত্রা ক’ম’লো

বাঙালির আলোর উৎসব দীপাবলী সবেমাত্রই শেষ হয়েছে, পুজোর আমেজ এখনও বর্তমান। আবার আগামীকাল থেকেই চন্দননগরের বিখ্যাত জগদ্বাত্রী পূজা আরম্ভ হতে চলেছে। ফলে বাঙালির উৎসব এখনও শেষ হয়নি। সকলই নিজের মতো প্ল্যান করতে ব্যস্ত। কিন্তু এর মধ্যেই বাঁধা হয়ে দাঁড়াতে পারে এই রাজ্যের বর্তমান আবহাওয়া।

কারণ আমরা সকলেই বুঝতে পারছি বিশেষ করে জেলার দিক গুলোয় ভোর বেলায় আর ফ্যান চালিয়ে রাখা যাচ্ছে না আবার সন্ধের পর থেকেও বেশ ঠাণ্ডা ঠাণ্ডা অনুভূত হচ্ছে। এই অক্টোবরের শেষের দিকে গত বেশ কিছু বছর ঠান্ডার কোনো নাম গন্ধই ছিল না সেখানে এই বছর এখনই এমন শীতের আমেজ শীত প্রেমী মানুষদের ঠিক যতোটা আনন্দ দিচ্ছে।

যারা শীত একেবারেই পছন্দ করেন না তাদের অসস্তি বাড়াচ্ছে। শুধু তাই নয় আবহাওয়া দপ্তর থেকেও জানাচ্ছে যে, বর্তমানে বৃষ্টির কোনো সম্ভবনা না থাকলেও আগামী চার থেকে পাঁচদিনের মধ্যে অর্থাৎ নভেম্বরের শুরুতেই একধাক্কায় অনেকটা পরিবর্তন হবে রাজ্যের আবহাওয়া। ক্রমশ বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। কমবে দখিনা বাতাসের প্রভাব।

কাজলে’র এই কাজ দে’খে বে’জা’য় চ’টে গে’লে’ন নেটি’জেন’দের একাং’শ

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। ফলে জেলায় জেলায় শীতের আমেজ তৈরি হবে নভেম্বরের শুরুতেই। এমনকি এও দেখা যাচ্ছে যে প্রায় দশ বছর পর অক্টোবরের শেষে এমন ঠান্ডা দেখা যাচ্ছে। লাস্ট এরকম ঠান্ডা পড়েছিল ২০১২ সালে। তাই এই বছর বেশ ভালই ঠান্ডা পড়তে চলেছে সেটা বোঝাই যাচ্ছে।

আজ ২৯ শে অক্টোবর আজ কলকাতা ও তার কাছাকাছি জেলা গুলোতেই সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ২০ ডিগ্রী সেলসিয়াসের নিচে এখনই নেমে গেছে পারদ। এই সবে কার্তিক শুরু হয়েছে। তাই সামনেই বিয়ের মাস অগ্রহায়ণ। সেই সময় বেশ ভালই ঠান্ডা পড়বে বলে মনে করছেন অনেকেই।

কিন্তু যাঁরা শীতপ্রেমী মানুষ তাদের জন্য অবশ্যই এটি সুখবর হতে চলেছে। কুয়াশার চাদরে মোড়া শহর, একটা লম্বা ঘুম, আবার খাদ্য প্রেমীদের জন্য নিত্য নতুন সবজি দিয়ে নানা রকমের খাবার খাওয়া সব মিলিয়ে জমজমাট ওয়েদার।