সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চলতি বছরে বিশ্বের মধ্যে সবথেকে বে’শি বেতন বৃ’দ্ধি হয়েছে ভারতে, চীন-আমেরিকা অ’নে’ক পি’ছি’য়ে: রিপোর্ট

সমগ্র বিশ্বে করোনা মহামারীর কারণে অর্থনৈতিক দিক থেকে অনেক ক্ষয় ক্ষতি হয়ে গেছে। যা সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছে দেশগুলো। কিন্তু এত কিছুর মধ্যেও জানা যাচ্ছে, কর্মচারিদের বেতন বৃদ্ধির দিক থেকে ভারত অনেক দেশের থেকেই এগিয়ে রয়েছে Aon plc-র সমীক্ষা অনুযায়ী তেমনই দাবি করা হচ্ছে। মূলত ভারতের ৪০ টির বেশি ক্ষেত্রে ১,৩০০ টি সংস্থায় সেই সমীক্ষা চালানো হয়েছে।

সেই সমীক্ষা থেকে যে তথ্য উঠে এসেছে, সেই তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ২০২২ সালে ভারতে বেতন বেড়েছে ১০.৬ শতাংশ। সেখানে জার্মানিতে ৩.৫ শতাংশ, ব্রিটেনে চার শতাংশ, আমেরিকায় ৪.৫ শতাংশ, চিনে ছয় শতাংশ, ব্রাজিল ৫.৬ শতাংশ এবং জাপানে তিন শতাংশ বেতন বেড়েছে।

করোনা আবহের সময় বেতন বৃদ্ধির হার একটু কমে গেলেও ২০২১ তা বৃদ্ধি পেয়েছে। প্রায় ৯.৩ শতাংশ বেড়েছিল বেতন। আর এই বিষয়টি নিয়ে Aon-এর হিউম্যান ক্যাপিটাল সলিউশনের অধিকর্তা জঙ্গবাহাদুর সিং জানিয়েছেন, বেতন বৃদ্ধির বিষয়টি বাজারের উত্থান-পতনের উপর নির্ভর করে। বেতন বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ মানদণ্ড হল বাজারের উত্থান-পতন।

আরো পড়ুন: ফাঁ’কা OMR শিট, চাঞ্চল্যকর রি’পো’র্ট জমা করলো CBI, পদত্যাগের নি’র্দে’শ দি’লো হাইকোর্ট

তাই যে ক্ষেত্রকে বাজারের বেশি উত্থান-পতনের ধাক্কা সামলাতে হয়, সেই ক্ষেত্রের কর্মীদের সবথেকে বেশি বৃদ্ধি পায়। শুধু বেতন বৃদ্ধি নয় চাকরি ছাড়ার হারও আগের তুলনায় কমেছে। Aon plc-র সমীক্ষা অনুযায়ী, ২০২২ সালের প্রথম ভাগে Attrition Rate ২০.৩ শতাংশে ঠেকেছে। যা গত বছর ছিল ২১ শতাংশ। এছাড়াও, Aon plc-র তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক মাস সেই প্রবণতা বজায় থাকবে বলে মনে করছেন তাঁরা।