সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

PM KISAN: ৪০০০ টা’কা পে’তে হলে ৩০ সেপ্টেম্বরের ম’ধ্যে করে নিন এই কাজ

দেশের মূল শক্তি হল কৃষকরা। কিন্তু কৃষকরাই যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকেন। তাই এবার কৃষকদের যোগ্য সম্মান দেওয়ার জন্য একাধিক প্রকল্প তৈরি করার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষি সম্মান নিধি প্রকল্পের অধীনে সাহায্যের পরিমাণ বাড়িয়ে ৪ হাজার টাকা করে দেওয়ার ভাবনা তৈরি হয়েছে। এখনো যদি কোন কৃষক এই প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন, তাহলে তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ।

ইতিমধ্যেই আগস্ট থেকে নভেম্বর এই ত্রৈমাসিকে ১০.২৭ কোটি মানুষের একাউন্টে ঢুকে গেছে ২০০০ টাকা। এই প্রকল্পের সঙ্গে আরও যুক্ত করা হচ্ছে ১২.১৪ কোটি কৃষকদের নাম। এখানে যদি কোন কৃষকের পরিবার নিজেদের নাম নথিভুক্ত না করে থাকেন তাহলে চলতি মাসের মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করুন।

নিজের নাম নথিভুক্ত করে নিলে ব্যাংক একাউন্টে ঢুকে যাবে চার হাজার টাকা। আবেদন গৃহীত হলেই অক্টোবর-নভেম্বর মাসে ২ হাজার টাকা, বাকি ২ হাজার টাকা ঢুকবে ডিসেম্বর মাসে। নাম নথিভুক্ত করতে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে pmkisan.gov.in এই ওয়েবসাইটে গিয়ে। তবে আপনি যদি কোন রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের কর্মচারী হয়ে থাকেন এবং আপনার মাসিক বেতন যদি হয়ে থাকে ১০ হাজার টাকার বেশি, তাহলে আপনি এই প্রকল্পের সুযোগ-সুবিধা পাবেন না। এছাড়াও ডাক্তার, ইঞ্জিনিয়ার,আইনজীবী, চাটার্ড একাউন্টেন্ট, পঞ্চায়েত অধ্যক্ষ, বর্তমান অথবা পূর্ব মন্ত্রী, মেয়র, এমএলসি, লোকসভায় অথবা রাজ্যসভার সদস্য হলে তারা এই সুযোগ সুবিধা পাবেন না।

রাজ্য সরকারের তরফ থেকে এই মুহূর্তে ২.৬৮ কটি কৃষকের একাউন্টে টাকা যাওয়ার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ৩১ লক্ষ কৃষকদের আবেদন নাকচ করে দিয়েছেন কেন্দ্র। কেন্দ্রীয় প্রকল্পের টাকা পেতে অনেকেই নিজেদের কৃষক বলে দাবি করে ভুয়ো প্রমাণপত্র দিয়েছেন। এছাড়া আবেদনে গলদ অথবা আইএফসি কোড না থাকার কারণে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে না। এই অবস্থায় হেল্পলাইন নম্বরে ফোন করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন কৃষকরা। সমস্যার কথা জানাতে ফোন করা যাবে ০১১ ২৪৩০০৬০৬/ ০১১ ২৩৩৮১০৯২ নম্বরে। তাছাড়া ইমেল করা যাবে এই ইমেল আইডিতে- pmkisan ict@gov.in। তাছাড়া এলাকার কৃষি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেও নিজেদের সমস্যার কথা জানাতে পারেন কৃষকরা।