সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সকাল সকাল কেমন থা’কে অফিসের চেহারা? ছবি পো’স্ট করলেন ওলার কর্ণধার

সরকারি থেকে বেসরকারি অফিসে একটি নির্দিষ্ট সময় বাঁধা থাকে তার মধ্যেই কাজ সম্পন্ন করতে হয়। সাধারণত সকাল দশটা থেকে শুরু হয় কর্ম দিন। তবে অনেক সময় নাইট শিফটেও ডিউটি হয়ে থাকে। সে ক্ষেত্রে ২৪ ঘণ্টায় অফিস খোলা রাখতে হয়। সারারাত অফিসে কাজকর্মের পরেও কিভাবে সকালবেলা সাফ সুতরো থাকে অফিসের চেহারা।

প্রত্যেকটা চেয়ার টেবিল পরিষ্কার করা বেয়ারাদের টেবিল চেয়ারে নেই কোন কফি কিংবা চায়ের কাপ। ঝা চকচকে বাথরুম। এমনই একটা সুন্দর ছবির মত অফিস। কোথাও এতোটুকু কাগজপত্র কিংবা নোংরা কিছু পড়ে নেই। অফিসের ছবি ক্যামেরা বন্দি করেছেন ভবিস আগারওয়াল।

টুইটারে সেই ছবি পোস্ট করেছেন তিনি তিনি আরো লিখেছেন এই ফাঁকা অফিসে একটা বড় সোফা এবং দুটো সোফার চেয়ার রয়েছে। সেখানেই তিনটি কুকুর বহাল তবিয়াতে শুয়ে রয়েছে। শুয়ে রয়েছে সোফায় আর বাকি দুজন রয়েছে লম্বা সোফায়।

আরো খবর: ক্যাটরিনার যো’গ্য স্বামী হ’তে পারলাম না, বি’স্ফো’র’ক ভিকি কৌশল

অর্থাৎ সকালবেলা এই অফিসের দখল নিয়েছে তিনজন সারমেয়। ওলা ক্যাবের প্রতিষ্ঠাতা ভবিস আগরওয়াল নিজেই তার অফিসের ছবি পোস্ট করেছেন। উপরে ক্যাপশনে লিখেছেন আমার অফিস।

ছবিটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ৪৫ হাজার মানুষ দেখে ফেলেছেন প্রচুর মানুষের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। অফিসে কিভাবে পশুদের রাখা হয় তা দেখে অনেক পশুপ্রেমীরাও তার প্রশংসা করেছেন।

তবে কেউ কেউ আবার বলেছেন অফিসে কুকুরদের সেবা যত্ন করে সাধারণ মানুষকে বিপদে ফেলেন আপনারা আপনাদের পরিষেবা নিয়ে অভিযোগ জানানো উচিত।