সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেলের সাথে ব্যবসা করুন ৪ হাজার টা’কা’র বিনিমিয়ে! হবে মো’টা অ’ঙ্কে’র রো’জ’গা’র

ইন্ডিয়ান রেলওয়ে ও ক্যাটারিং অ্যান্ড ট্যুরিস্ট কর্পোরেশনের (IRCTC)অন্যতম এক সার্ভিসের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং থেকে শুরু করে বেশ কিছু সুবিধা একসঙ্গে পাওয়া যায় ৷ IRCTC -র সাহায্যে রোজগার করা সম্ভব মাসে হাজার হাজার টাকা৷ এর জন্য কি করতে হবে তা কি জানেন? কোথাও যাওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র টিকিট এজেন্ট হলেই চলবে৷

রেলের কর্মীরা যেমন ভাবে রেলের টিকিট কাউন্টারে টিকিট দেন ঠিক তেমনই টিকিট কেটে দিতে হবে যাত্রীদের ৷ সর্বপ্রথম অনলাইনে টিকিট কাটতে যেতে হবে IRCTC -র ওয়েবসাইটে।

সেখানে এজেন্ট হওয়ার জন্য আবেদন করতে হবে৷ এরপরেই আপনি হয়ে যাবেন অথোরাইজড টিকিট বুকিং এজেন্ট এবং এরপর থেকেই টিকিট বুকিংও করতে পারবেন। আইআরসিটির এজেন্ট হতে গেলে ৩,৯৯৯ টাকা ফি জমা দিতে হবে ৷ ২ বছরের জন্য এর চার্জ হবে ৬,৯৯৯ টাকা ৷

টিকিট প্রতি ২০ টাকা ও এসি টিকিট বুক করলে ৪০ টাকা IRCTC -র থেকে কমিশন স্বরূপ পাওয়া যায় ৷ এভাবে মাসে যত খুশি টিকিট বুকও করা যায় ৷ প্রতি মাসে কোনও এজেন্ট যদি ১০০ টিকিট বুক করে থাকেন সেক্ষেত্রে টিকিট প্রতি ১০ টাকা ফিজ দিতে হবে রেলকে ৷

১০১ থেকে ৩০০ কিটি বুক করলে টিকিট প্রতি ৮ টাকা ও ৩০০ এর বেশি টিকিট বুক করলে টিকিট প্রতি দিতে হবে ৫ টাকা ফিজ । ১৫ মিনিটে বুক করা যায় তৎকাল টিকিট ৷ এছাড়াও ঘরোয়া ও আন্তর্জাতিক বিমানের টিকিট ও বুক করা যাবে অতি সহজেই ৷ একমাসে একজন এজেন্ট রোজগার করতে পারেন ৮০,০০০ টাকা পর্যন্ত৷ কাজ ঠিকঠাক না চললেও মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা রোজগার করা সম্ভব এই উপায়ে।