সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিচারপতির স’ঙ্গে ছেলেখেলা, গাড়ির ট্যাংক ৫০ লিটারের, বিল এ’লো ৫৭ লিটারের

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির জন্য রীতিমতো জেরবার দেশবাসী। পেট্রোল ডিজেলের দাম সেঞ্চুরি পার করেছে। গত কয়েক মাস ধরেই পেট্রোল ডিজেলের মূল্যে এমন ঊর্ধগতি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কবে কমবে পেট্রোপণ্যের দাম তা কেউ জানে না। অনেকে ভেবেছিলেন হয়তো বাজেট পেশ করবার পর পেট্রোল-ডিজেলের দামের উপর কিছুটা কর ছাড় দেবে কেন্দ্র।

কিন্তু বিশ্ববাজারে পেট্রল ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভারতের পক্ষে সেই তাল সামলানো সম্ভব হয়নি। একেতে পেট্রল ডিজেলের দাম বেশি তার উপর আবার পেট্রোল পাম্পে চলছে জালিয়াতি। আর সেই জালিয়াতির পর্দা ফাঁস করলেন স্বয়ং বিচারপতি।বিচারপতির গাড়ির ট্যাংকে ছিল না তেল।

তাই রাস্তায় এক জায়গায় পেট্রোল পাম্পের সামনে গাড়ি দাঁড় করিয়েছিলেন তিনি। তার কথামত পঞ্চাশ লিটারের ট্যাঙ্কে তেল ভরে দেন ওই পেট্রোল পাম্পের কর্মী। অথচ বিল দেওয়ার সময় বিচারপতির কাছ থেকে টাকা নেওয়া হয় ৫৭ লিটারের। প্রথমটায় অবাক হয়ে যান বিচারপতি।

আরো খবর: হ’ঠাৎ করেই চিরকালের জন্য অভিনয়কে বি’দা’য় জানালেন “জগদ্ধাত্রী” খ্যা’ত অভিনেত্রী, কিন্তু কেন?

তার গাড়ির ট্যাঙ্কারের ফুয়েল ক্যাপাসিটি তো ৫০ লিটারের। তিনি বুঝতে পেরেছেন এভাবেই গলায় কোপ দিয়ে তার কাছ থেকে টাকা নেওয়ার তাল করছে ওই পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। শুধু তাই নয় এভাবেই বহু মানুষকে বোকা বানিয়ে টাকা নেওয়া হয়।

তিনি আর কাল বিলম্ব না করে পুলিশকে জানান। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুরে বিচারপতির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রশাসনের তরফ থেকে তালা ঝোলানো হয় জব্বলপুরের ওই পেট্রোল পাম্পে।

সূত্রের খবর রাজ্য প্রশাসন পেট্রোল পাম্প গুলিতে সঠিক তেল দেওয়া হচ্ছে কিনা তা নির্ধারণ করতে এবার একটি বিশেষ ক্যাম্পেইনে নেমেছে। ৪ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। একেতে তেল কিনতে মানুষের পকেটে টান তার উপর আবার এমন কারচুপি।