সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পেট্রোল ও ডিজেলের দা’ম পুনরায় বাড়তে চলেছে শীঘ্রই! কবে থেকে দা’ম বৃ’দ্ধি হ’বে জানুন

গত 88 দিন ধরে দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি। এমন পরিস্থিতিতে 7 মার্চ রাজ্যগুলিতে ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। অনেকেই বলছেন, নির্বাচনের কারণে জ্বালানির দাম বাড়ানো হচ্ছে না। তবে 7 মার্চের পর আবার বাড়ানো হবে জ্বালানির দাম।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের চাহিদা বাড়লে ভারতে ঊর্ধ্বমুখী হয় জ্বালানির দাম। এটাই চেনা ছবি। কিন্তু রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোট থাকলেই বদলে যায় ছবিটা। ২০১৭ সালে গুজরাট বিধানসভা নির্বাচনের আগে দু সপ্তাহ পেট্রোল ডিজেলের দামে হেরফের হয়নি। ওই বছরও ৫ রাজ্যে বিধানসভা ভোট ছিল। তখম সাময়িক স্বস্তি মিলেছিল তেলের দামে।

এমনকি ২০১৮ সালে কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে ১৯ দিন তেলের দাম স্থির ছিল। অথচ ওই সময়ে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে প্রায় ৫ ডলার বেড়েছিল। কর্নাটক ভোট মিটতেই টানা ১৬ দিন বেড়েছিল জ্বালানি তেলের দাম।

আরো পড়ুন: SSC গ্রুপ সি-র চা’ক’রি বা’তি’ল, CBI তদন্তের নি’র্দে’শ হাই কোর্টের

এপ্রসঙ্গে অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলছেন, “ভারতে তো ডায়নামিক প্রাইসিং দেখা যায়নি। এটা মানুষকেই বুঝতে হবে কেন দাম বাড়ছে না। ভোট মিটলেই আবার দাম বাড়ার আশঙ্কা। যাঁরা ভোট দিতে যাবেন তাঁদেরকেও চিন্তা করতে হবে এই দাম না বাড়া কীসের জন্য।’’