সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ম’ঞ্চে উঠে ঘেমেই চলেছেন, ভি’ড় ঠা’সা স্টেডিয়াম ও অনুষ্ঠান উদ্যোক্তাদের দা’য়ী করছে জনগণ

মঙ্গলবার রাতে প্রয়াত হন সঙ্গীতশিল্পী কে কে । তাঁর মৃত্যুতে শুধু সঙ্গীতজগৎই নয়। কার্যত ওশোকস্তব্ধ গোটা দেশ। সোশাল মিডিয়াজুড়ে মন খারাপের বার্তা।

গতকাল নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে ফিরে যাওয়ার সময় গাড়িতে শীত করছিল কে কে-র। এসি বন্ধ করে দিতে হয়। হাতে-পায়ে ক্র্যাম্প ধরতে শুরু করে। তবে কেকে-এর মারা যাওয়া এখনও মেনে নিতে পারছেন না কেউই।

সত্যি তো, যেই মানুষটা কিছুক্ষণ আগেও সকলের মুখে হাসি ফোটাল, সেই মানুষটার গান শুনে বাড়ি ফিরতে না ফিরতেই খবর এল মারা গেছে, এমন কথা মেনে নেওয়া যায় না কি।

আরো পড়ুন: বয়স শুধুই সংখ্যা! ৭১ বছর বয়সেও JCB থেকে শু’রু করে ১১ টি ভা’রী গাড়ি চা’লা’নো’র লাইসেন্স

সোশ্যাল মিডিয়ায় গায়কের আত্মার শান্তি কামনার পাশাপাশি, অনেকেই দাবি তুলেছিলেন অনুষ্ঠানের সময়তেই শরীরে অস্বস্তি হচ্ছিল গায়কের। দু’চারটে ভিডিয়োও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে দরদর করে ঘামছেন কেকে। কখনও আবার স্টেজের পিছনে এসে জল খাচ্ছেন, রুমালে মুখ মুছছেন।

একটা ভিডিয়োতে মঞ্চে উপস্থিত একজনকে বলে উঠতে শোনা যায়, ‘কী গরম’, আর তাতে হেসে সম্মতিও জানান কেকে। একজনকে ডেকে লাইটও অফ করে দিতে বলেন।

এরপরই কেকে-র লাইভ শোর আয়োজন করেছিলেন যে উদ্যোক্তারা, তাঁদের দিকে উঠছে আঙুল। কাল যাঁরা স্টেডিয়ামে ছিলেন তাঁদের দাবি এত লোক হয়ে গিয়েছিল যে গরম লাগছিল। একসময় মনে হচ্ছিল এসি বুঝি কাজ করছে না।

অনেকেই দাবি করেছেন, ‘কেকে-র মুখ দেখেই মনে হচ্ছিল ওর অস্বস্তি হচ্ছে। এই উদ্যোক্তাদের ব্যাপারে কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। তদন্ত করে দেখা উচিত ঠিক কত দর্শক হাজির হয়েছিল স্টেডিয়ামে। কলকাতার হিউমিডিতে এত লোককে একসঙ্গে বদ্ধ জায়গায় ঢুকিয়ে ওরা কেকে-কে মেরে ফেলল।’