সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“যাত্রীগণ কৃপায়া ধ্যান দে”, ব’ন্ধ হ’য়ে গেল

কোনো ব্যাস্ত রেলস্টেশন – এর হই হট্টগোলের সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত।একদিকে যাত্রীদের কোলাহল, ফেরিওয়ালাদের হাঁক- ডাক,অন্যদিকে লাউড স্পিকারে রেলের বিভিন্ন নির্দেশিকার আওয়াজ।

একবারে কান ঝালাপালা হওয়ার জোগাড়। যাত্রীদের এই কোলাহল থেকে কিছুটা স্বস্তি দিতে এক অভিনব উদ্যোগ নিল চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশন। স্টেশনটি প্রায় ১৫০ বছর পুরনো,যা ভারতের প্রাচীন ঐতিহ্য বহন করছে।

স্টেশনটিতে বরাবরের জন্য স্পিকারে নির্দেশিকা দেওয়া বন্ধ করা হল। বন্ধ হল ‘যাত্রী গণ কৃপায়া ধ্যান দে …..’ । স্টেশনে লাগানো বড় বড় ডিসপ্লে , জায়েন্ট স্ক্রীন ও অনুসন্ধান অফিস থেকেই প্রয়োজনীয় সূচনা পেয়ে যাবেন যাত্রীরা।সূত্রে খবর, যাত্রীদের সুবিধার্থে ২৪ ঘণ্টা অনুসন্ধান অফিসে কর্মীরা থাকবেন।