সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যাত্রীরা জেনে নিন, আগামী ৩ মাসের জন্য ব’ন্ধ থা’ক’বে ৬ টি দূরপাল্লার ট্রে’ন, দেখে নিন তা’লি’কা

প্রবল শীতের দাপট পড়েছে রাজ্যে। সকালের দিকে কুয়াশায় ঢেকে থাকছে আকাশ। তাই এত কুয়াশার মাঝে ট্রেন চালাতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে চালকদের। এদিকে আবার পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য গুলিতেও তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী। যদিও অবশ্য আন্দামান সাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে তাপমাত্রা ফের বাড়বে।

তবে আপাতত অতিরিক্ত কুয়াশার কারণে দক্ষিণপূর্ব রেলের তরফ থেকে একাধিক দূরপাল্লার ট্রেন আগামী তিন মাসের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূরপাল্লার ট্রেনের তালিকায় রয়েছে ২২৮৫৭ সাঁতরাগাছি – আনন্দবিহার এক্সপ্রেস। আগামী ৬ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে দূরপাল্লার এই ট্রেনটি। আগামী ৭ ডিসেম্বর থেকে ১ মার্চ পর্যন্ত ২২৮৫৮ আনন্দ বিহার – সাঁতরাগাছি, আগামী ৩০ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১২৮৭৩ হাতিয়া – আনন্দ বিহার এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১ ডিসেম্বর থেকে ১ মার্চ পর্যন্ত ১২৮৭৪ আনন্দ বিহার – হাতিয়া এক্সপ্রেস, আগামী কাল থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৮১০৩ টাটানগর – অমৃতসর এক্সপ্রেস, ১ ডিসেম্বর থেকে ২ মার্চ পর্যন্ত উল্টো দিক থেকে আসা ১৮১০৪ অমৃতসর – টাটানগর এক্সপ্রেস বাতিল করা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের অধীনে চলা ১২৩৫৬ এবং ১২৩৬৬ পাটনা -রাচি এবং রাচি- পাটনা এক্সপ্রেস ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবারে বাতিল করা হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়েছে।