সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের শীতের আ’মে’জ, কলকাতার আবহাওয়া নিয়ে ব’ড়ো বা’র্তা হাওয়া অফিসের

শীত কি তাহলে আবার জাকিয়ে ফিরতে চলেছে বঙ্গে? কি বলছে আবহাওয়া দপ্তর। আজ শুক্রবার কলকাতার তাপমাত্রা ১.৫ ডিগ্রী নিচে নামল। আর তার ফলে তারপমাত্রা দাড়াল ১৫ ডিগ্রীর ঘরে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজকে ২৫ ডিগ্রীর ঘরে।

যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কম। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রীর ঘরের আশেপাশেই থাকবে সাথে সর্বনিন্ম তাপমাত্রা ১৪ ডিগ্রীর আশেপাশে।

আগামী ২ দিন তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গের মানুষ ভেবেছিল শীত হয়ত চলেই গেছে কিন্তু শীতের এই বাউন্স ব্যাক সত্যি সবাইকে অবাক করেছে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রী হেরফের ঘটবে।

আরো খবর: ফের জ’ঙ্গি’দের কুদৃষ্টিতে বাণিজ্য নগরী মুম্বই! জা’রি High Alert

আগামী সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা কমের দিকেই থাকবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে উত্তরবঙ্গের তাপমাত্রাও কমেছে কিছুটা। সকাল থেকে দারুণ কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে , বেলা বাড়লেও কুয়াশার দাপট বিদ্যমান থাকে। মোট কথা এটি যে শীতের তৃতীয় ইনিংস সেটা স্পষ্ট।