সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সহজ EMI-তে পাওয়া যা’বে ফ্লাইটের টিকিট! দারুন অ’ফা’র দি’চ্ছে SpiceJet

বিশিষ্ট বিমান সংস্থা স্পাইসজেট এবার যাত্রীদের জন্য এক নতুন স্কিম শুরু করলো। সোমবারে একটি নতুন স্কিম চালু করেছে এই বিমান সংস্থা। স্কিমের আওতায় যাত্রীরা তিনটি, ছটি, 12 টি সহজ কিস্তিতে টিকিটের দাম মেটাতে পারবেন। গ্রাহকের সুবিধার্থে এই পরিষেবা চালু করেছে ওই বিমান সংস্থা।

ইএমআই স্কিমের সুবিধা পেতে হলে যাত্রীদের প্যান নম্বর, আধার নম্বর বা ভিআইডির মত নথিপত্র সরবরাহ করতে হবে সংস্থাকে। তারপর সেগুলিকে পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। এরজন্য গ্রাহকদের ইউপিআই আইডি থেকে প্রথমে ইএমআই দিতে হবে। তারপরের ইএমআইগুলিও একই ইউপিআই আইডি থেকে কেটে নেওয়া হবে।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে ইএমআইয়ের সুবিধা পেতে হলে কোনও ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের তথ্য সরবরাহ করা দরকার পড়বে না। তিনটি সহজ কিস্তিতে টিকিটের দাম মেটালে বাড়তি সুদ দিতে হবেনা। উল্লেখ্য এই বিমান সংস্থা কুশিনগর থেকে দিল্লি, কুশিনগর থেকে কলকাতা এবং কুশিনগর থেকে মুম্বাই ফ্লাইট বুকিং করতে শুরু করেছেন।

স্পাইসজেট দ্রুত ফ্লাইটের রুট বাড়াচ্ছে। গতমাসে 34টি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট শুরু করেছে। এই মাসেই 28 টি নতুন ফ্লাইট শুরু করতে চলেছে। আঞ্চলিক শক্তি বৃদ্ধি এবং দেশের বিমান চালনার মানচিত্রে ছোট শহরগুলিকে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে এই সংস্থা।