সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টমেটো আ’রো ম’হা’র্ঘ্য, মা’থা’য় হাত মধ্যবিত্তদের

যত দিন যাচ্ছে ততই প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি পাচ্ছে, এবছর বিশেষ করে সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। কিছুদিন আগেই জ্বালানির দাম আবারও বাড়ায় পরিবহন খরচ এতটাই বেড়ে গেছে যে, সব দ্রব্যমূল্যের দাম হুরুমুর করে বেড়ে গেছে।

ফলে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। মানুষ জন যারা রোজ মাছ মাংস না কিনতে পারলেও শাক সবজি যে কিনবে তাতেও একবারে আগুনের ছোঁয়া।

আসুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের বাজারমূল্য কত রয়েছে কি কি জিনিসের :- গত ১৫ দিন থেকেই দেখেতে পাওয়া যাচ্ছে সবজি থেকে শুরু করে মাছ মাংস সব কিছুরই দাম বেড়েছে। দাম বেড়েছে টমেটো থেকে ইলিশেরও, দেখে নেওয়া যায় কলকাতা সহ আরো অন্য শহরের বাজার দাম :-

আরো পড়ুন: ১২ ঘন্টার ম’ধ্যে ফিরলে কি টো’ল ট্যা’ক্স দি’তে হবে না? যা বললো কেন্দ্রীয় সরকার

টমেটো – এক কেজি ৫০ থেকে ৬০ টাকা।
জ্যোতি আলু – এক কেজি ২৮ থেকে ৩০ টাকা।
কাঁচালঙ্কা – ১০০ টাকা থেকে ১২০টাকা কেজি।
মোচা – ১ পিস ২০ টাকা।
পাতিলেবু – ২ টাকা পিস।
ধনেপাতা- ১ আঁটি ১০ টাকা।