সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পার্থর বেতন ৬০ হাজার টা’কা ক’মে গেলো, অন্য বিধায়কদের থেকে কম টা’কা পাবেন

বেশ কিছুদিন হলো এই রাজ্যের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন এসএসসি কাণ্ডের দুর্নীতির অভিযোগে। তাঁর ও তাঁর বান্ধবীর ফ্লাট থেকে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে। পাওয়া গিয়েছে অনেক প্রমাণও। তাই ই ডি তাঁদের গ্রেফতার করেন। আর এখন তাঁর বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি জেলে। এমত অবস্থায়, বিধান সভার বৈঠকে পার্থ বাবুকে পাওয়া যাচ্ছে না। তিনি কবে ছাড়া পাবেন সেটাও কেউ জানে না।

তাই বিধানসভার সচিবালয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে, উনি যেহেতু এখন কোনো কমিটিতে নেই তাই তাঁর অতিরিক্ত ভাতা কম করা হচ্ছে। প্রায় ৬০ হাজার টাকা কম করা হচ্ছে তাঁর বেতন। একজন বিধায়কের বেতন ২১,৮৭০ টাকা। কিন্তু তাঁরা কমিটিতে যোগদান করলে তাদের বেতন অনেকটাই বেড়ে যায়। বিধানসভায় মোট ৪১টি কমিটি রয়েছে।

মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা বৈঠক-ভাতা নিশ্চিত করতে বিধায়কদের ন্যূনতম দু’টি করে কমিটিতে রাখা হয়। কিন্তু বর্তমানে কোনো কমিটিতে যোগ দেওয়ার মতো অবস্থায় নেই পার্থ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, তৃনমূল পরিষদীয় দলের তরফে বিধানসভার সচিবালয়কে বলা হয়েছে পার্থকে বিধানসভার কোনো কমিটিতে যেনো না রাখা হয় এমনও জানা যাচ্ছে। আর এই কারণেই তাঁর বেতন ৬০ হাজার টাকা কমিয়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন: সমবায় ব্যাঙ্কে নি’য়ো’গ দু’র্নী’তি, তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের বে’ছে বে’ছে চাকরি, অরূপ রায়ের বি’রু’দ্ধে নালিশ

এমনকি, তৃণমূল পরিষদীয় দলের এক সদস্যের কথায়, “পার্থ এখন জেলবন্দি। তাই কবে আবার বিধানসভায় এসে কাজে যোগ দিতে পারবেন, তার ঠিক নেই। তাই অযথা তাঁকে কমিটিতে রাখার কোনও যৌক্তিকতা নেই। বদলে যে সব বিধায়ক নিয়মিত বৈঠকে যোগ দিতে পারবেন, এ ক্ষেত্রে তাঁদের সুযোগ দেওয়া হোক।”

আবার বিধানসভার নিয়ম অনুযায়ী কোনো মন্ত্রীরা এই কমিটিতে যোগদান করতে পারবেন না। তাই সদ্য মন্ত্রী হাওয়া নেতাদের বিধানসভার কমিটিতে নেওয়া যাচ্ছে না। আবার মন্ত্রিসভা থেকে বাদ পড়া সৌমেন মহাপাত্র, রত্না দে নাগ, পরেশ অধিকারী ও হুমায়ুন কবীর এখন সাধারণ বিধায়ক হওয়ায় তাঁদের জায়গা হয়েছে কমিটিতে। সৌমেন ও রত্নাকেতো একটি করে কমিটির চেয়ারম্যানও করা হয়েছে।