সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সূর্যের একাংশ আচমকা ভে’ঙে পড়লো! বি’র’ল দৃ’শ্য দেখে হ’ত’বা’ক বিজ্ঞানীরা

আমাদের সবথেকে কাছের নক্ষত্র সূর্য, এই সূর্যকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সৌরজগৎ। তাই সূর্যের গুরুত্ব কতটা সেটা বোঝাই যাচ্ছে। বিজ্ঞানীদের মধ্যে সৌরজগৎ নিয়ে রয়েছে দারুণ কৌতুহল। কিভাবে কি ঘটছে, কেনই বা ঘটছে এই সব বিষয় নিয়ে চলছে গবেষণা।

মাঝে মাঝেই সূর্যে সৌরঝড়ের খবর পাওয়া যায়, কিন্তু এবার তার থেকেও আরও একটি বড় খবর সামনে এসেছে, সেটা হল বিজ্ঞানীরা জানিয়েছে সূর্যের একটি অংশ নাকি এবার ভেঙে পড়েছে। গত ২ ফেব্রুয়ারীর ঘটনা, সূর্যে থাকা প্লাজমার একটি বড় অংশ নাকি ভেঙে পরেছে।

আর সেই ভাঙ্গা অংশটা নাকি সূর্যকেই কেন্দ্র করে ঘুরতে শুরু করেছে। বিশেষ করে বিজ্ঞানীরা লক্ষ্য করেছে যে সূর্যের উত্তর মেরুতে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। আর এটি দেখা গেছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে।

আরো খবর: ATM-এ গিয়ে এই ভুল গু’লো করলেই ফাঁ’কা হবে Bank Account, জানুন বি’শ’দে

বিজ্ঞানী ড. তামিথা স্কভ সেই ভিডিওটি শেয়ার করেছেন, আর তারপরেই দারুন ভাইরাল হয়েছে ভিডিওটি। বিশেষ করে এই ভিডিওটি কয়েক সেকেন্ডের দেখা গেলেও সেটা নাকি দীর্ঘ ৮ ঘন্টার।

সূর্যের মধ্যে রয়েছে হাইড্রোজেন, হিলিয়াম সহ আরো বিভিন্ন গ্যাস। একটি গ্যাসীয় পিন্ড বললেও সূর্যকে ভুল বলা হবে না।তাহলে প্রশ্ন হল প্লাজমা ভেঙে পরা মানে কি?

আসলে এই গ্যাসীয় আবরণকেই বলা হয় প্লাজমা।সর্বদা প্লাজমার বিচ্ছুরণ হতে থাকে, আর তার ফলেই সেটা দূর আকাশে ছড়িয়ে পরে।এবার সেটা ভেঙে যাওয়ার ফলে কি হবে? বিজ্ঞানীরা খতিয়ে দেখছে।