সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অজানা জ্ব’রে আ’ত’ঙ্ক গ্রাম জু’ড়ে, পুরো মহল্লা জনমানবহীন, আছে শুধু গবাদি পশু

করোনা আতঙ্কের মধ্যেই নতুন আতঙ্ক দানা বাঁধছে উত্তর প্রদেশের কানপুর নগর জেলার কুরশাওলি গ্রামে। এই গ্রামে বিগত কয়েকদিনের মধ্যেই প্রায় এক ডজন মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে গ্রাম ছেড়ে পালাচ্ছেন গ্রামবাসীরা। অজানা জ্বরের আতঙ্কে মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছেন। গ্রাম প্রধান অমিত সিংয়ের আত্মীয়ের মৃত্যুতে আতঙ্ক আরও বেড়েছে। জনমানবহীন গ্রামে শুধুই গবাদি পশুরা বিচরণ করে বেড়াচ্ছে।

কানপুরে কর্মরত অনিল কুমার জানিয়েছেন, স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি পাঠিয়ে তিনি একা গ্রামে থেকে গবাদি পশুর দেখভাল করছেন। গ্রামে প্রায় প্রত্যেকের বাড়িতেই অজানা জ্বর দানা বাঁধছে। যার ফলে বাড়ি ঘরে তালা দিয়ে সাধারণ মানুষেরা পালিয়ে যাচ্ছেন আত্মীয়-স্বজনের বাড়িতে। কেউ কেউ আবার অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকছেন।

জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এই গ্রামে অজানা জ্বরে প্রথম মৃত্যু হয় তন্নু প্রজাপতি নামের এক কিশোরের। আট থেকে আশি, সকলেই আক্রান্ত হচ্ছেন এই অজানা জ্বরে। জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, আক্রান্তদের শরীরে ডেঙ্গু অথবা ম্যালেরিয়া জ্বরের জীবাণু মেলেনি। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে একমাত্র ওই গ্রামেই এমন অজানা জ্বর দানা বেঁধেছে। পাশের গ্রামগুলিতে এই জ্বর এখনো তেমন প্রভাব বিস্তার করতে পারেনি।

স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, কি কারনে এত মানুষ অজানা জ্বরে আক্রান্ত হচ্ছেন তা জানার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। উত্তর প্রদেশের স্বাস্থ্য ভবন বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে।