সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের কোনো সম্প’র্ক নেই, বিলাবল ভুট্টোকে ক’ড়া জ’বা’ব জয়শঙ্করের

কাশ্মীর নিয়ে পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোর মন্তব্যের পরেই, কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এই কাশ্মীর নিয়ে পাকিস্তানের কোনো অবস্থান নেই। তাছাড়া আগামী দিনে কাশ্মীরে জি-২০ বৈঠক নিয়েও উল্লেখ করেন এস জয়শংকর।

তিনি স্পষ্ট জানিয়েছে, আমি বলতে চাই জি-২০ বৈঠকের সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। এর সাথে আরও বলব তাদের শ্রীনগরের সাথেও কোনো সম্পর্ক নেই। কাশ্মীর নিয়ে কথা বলার জন্য শুধুমাত্র একটি ইস্যু রয়েছে, যখন পাকিস্তান অবৈধভাবে অধিকৃত কাশ্মীরের দখলদারি ছেড়ে দেবে।

এখন প্রশ হল পাকিস্তানের বিদেশমন্ত্রী কি বলেছিলেন? সেখানে বিলাবল ভুট্টো জানিয়েছিলেন, ভারত যদি ২০১৯ সালের নেওয়া সিদ্ধান্ত নিয়ে পর্যালোচনা না করে তাহলে পাকিস্তানও ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার অবস্থানে থাকতে পারবে না।

আরো খবর: আজ শনিবার, গ্রহরাজের কৃ’পা’য় আপনার দিনটি কেমন কা’ট’বে জেনে নিন (06.05.2023)

এই কথা বলার পরেই এস জয়শংকর তিনি পাকিস্তানকে কড়া বার্তা দেন। আমরা সবাই জানি এবছর জি-২০ সামিট প্রতিনিধিত্ব করার দায়িত্ব পেয়েছে ভারত। আর সেই কারণেই কেন্দ্রীয় সরকার কোনো রকম ফাকফোকর রাখতে চাইছে না।

আগামী ২২-২৪ মে শ্রীনগরে জি-২০ সামিটের বৈঠক হতে চলেছে। এবার এই শ্রীনগরে জি -২০ বৈঠক হওয়ার কথা শুনে পাকিস্তানের এক প্রকার ঘুম উড়ে গেছে। কূটনৈতিক মহল দাবি করছে এতে অনেকটাই চাপে থাকবে পাকিস্তান।